প্রতিবারের মতো এবারও ব্যাপক উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসবমুখর পরিবেশে বরিশাল বিশ্ববিদ্যালয়ে উদযাপিত হচ্ছে সরস্বতী পূজা।
বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) সকাল থেকেই ক্যাম্পাসে শুরু হয় এ পূজার আয়োজন। এতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দীর ও ৯ টি বিভাগ মুক্তমঞ্চ প্রাঙ্গনে পূজার আয়োজন করে।
সকাল থেকে পূজা উপলক্ষ্যে সনাতন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীদের মাঝে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পূজা দেখতে ভিড় করেছে দর্শনার্থীরা। তাদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ক্যাম্পাসের মুক্তমঞ্চ প্রাঙ্গন।
পূজার এ আয়োজন নিয়ে কয়েকদিন থেকেই ক্যাম্পাসে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছিল। বেশ কয়েকদিন থেকে পূজা উপলক্ষে চাঁদা তোলা, নিমন্ত্রণের কার্ড তৈরি, বিতরণ, মণ্ডপ সাজানোর কাজেই ব্যস্ত ছিল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
এ আয়োজন ধর্ম-বর্ণ নির্বিশেষে উপভোগ করেছে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী।