হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল মাঠে সকাল ৭ টা ৩০ মিনিটে প্রতিমা স্থাপন, ৮ টায় পূজা আরম্ভ, ৯ টায় অঞ্জলি প্রদান এবং ১১টা ৩০ মিনিটে প্রসাদ বিতরণ করার মাধ্যমে পূজা অনুষ্ঠিত হয়।
এ সময় শিক্ষাৰ্থীরা দেবী সরস্বতীর কাছে বিদ্যা প্রার্থনা করেন। শিক্ষার্থীদের চাওয়া তারা যেন পরিপূর্ণভাবে বিদ্যা অর্জন করতে পারে এবং বিদ্যার আলোয় আলোকিত হয়ে দেশ ও জাতির সেবায় নিয়োজিত হতে পারে।
পূজা উদযাপন কমিটি ২০২৩ এর সভাপতি অধ্যাপক ড. ভবেন্দ্ৰ কুমার বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মামুনুর রশিদ, জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি সিকদার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. ইমরান পারভেজ এবং সনাতন ধর্মের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানটির পরিচালনায় ছিলেন পূজা উদযাপন কমিটি-২০২৩ এর সদস্য সচিব ড. উত্তম কুমার সরকার।
অনুষ্ঠান চলাকালে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে একটি লাকি কুপনের ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে মোট ১৬ জনকে পুরস্কৃত করা হয় এবং যে অর্থ থাকবে তা সাপ্তাহিক প্রার্থনার কাজে ব্যবহার করা হবে।
অনুষ্ঠানের সমাপনি বক্তব্য রাখেন পূজা উদযাপন কমিটির আহ্বায়ক ড. শ্রীপতি সিকদার। তিনি বলেন, পূজার উদ্দেশ্য হলো দেবীর কাছে জ্ঞানের আরাধনা করা। হিন্দুধর্ম যে দেবদেবীর কথা বলা হয়েছে তা ঈশ্বরের গুন ও প্রকৃতির এক একটি রূপ। আমরা সরস্বতী পূজা করি মানে ঈশ্বরেরই আরাধনা করি।
অনুষ্ঠানের সর্বশেষ আয়োজন হিসেবে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। আগামীকাল সকাল নয়টায় প্রতিমা বিসর্জনের মাধ্যমে পূজার সমাপ্তি ঘটবে।
উল্লেখ্য, সরস্বতী পূজা উপলক্ষ্যে হিন্দু ধর্মাবলম্বীদের রীতি অনুসারে সরস্বতী বিদ্যা, বানীও সুরের অধিষ্ঠাত্রী দেবী মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সাদা রাজঁহাসে চেপে দেবী সরস্বতী জগতে আসেন।