হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) বিভাগের সংস্কারকৃত নেটওয়ার্কিং ল্যাব উদ্বোধন, সফটওয়্যার এক্সিবিশন ও প্রোগ্রামিং কনটেস্ট-২০২৩ এর আয়োজন করে ইসিই ক্লাব অব এইচএসটিইউ।
সোমবার (২৩ জানুয়ারি) সকাল ১০ টায় ড. এম এ ওয়াজেদ একাডেমিক ভবনের ২য় তলায় অনুষ্ঠিত উক্ত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএসসি অনুষদের ডীন অধ্যাপক মোহাম্মদ মেহেদি ইসলাম, প্ল্যানিং, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্ক শাখার পরিচালক অধ্যাপক ড. এ টি এম শফিকুল ইসলাম এবং ইইই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ জামিল সুলতান। সভাপতিত্ব করেন ইসিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ মাহাবুব হোসাইন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এম কামরুজ্জামান বলেন, এই এক্সিবিশনের প্রধান উদ্দেশ্য হলো রিনোভেশনের মাধ্যমে ইনোভেশন করা। তিনি আশাবাদ ব্যক্ত করে আরো বলেন, আমাদের শিক্ষার্থীরা গবেষনার মাধ্যমে নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে দেশকে ভালো কিছু উপহার দিবে।
প্রোগ্রামিং কনটেস্ট এর অন্যতম প্রতিযোগী এইচএসটিইউ হাস্টলার টিমের সাথে কথা বলে জানা যায় তাদের প্রধান উদ্দেশ্য অন্ধ এবং শারীরিক ত্রুটিদের মাইক্রোসফট ইউনডো পরিচালনা এবং ইন্টারনেট ব্রাউজ করতে সহায়তা করা।
উল্লেখ্য যে, উক্ত অনুষ্ঠানে গো ফ্রিলান্সার দিনাজপুর এবং নেসট্যাপ রংপুর সার্বিক সহায়তা প্রদান করেন