হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করে বিশ্ববিদ্যালয়ের সকল সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।
রবিবার (২২ জানুয়ারি ২০২৩) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বের হয়ে বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রশাসনিক ভবনের প্রাঙ্গণে গিয়ে সন্ধ্যা পর্যন্ত অবস্থান এবং সন্ধ্যার পর উপাচার্যের বাসভবনের সামনে এসে একত্রিত হয় এবং শিক্ষার্থীরা সেখানে স্লোগানে স্লোগানে মন্দিরের দাবি তুলে।
অবস্থান কর্মসূচি চলাকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান , ‘আমরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় মন্দির স্থাপনের দাবি করে আসছি। কর্তৃপক্ষ এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। এ ব্যাপারে উদ্যোগ নেওয়া না হলে লাগাতার আন্দোলন কর্মসূচি দেওয়া হবে।তাদের দাবি স্যাররা যে বক্তব্য মূখে বলেন,ওটার আমরা স্বাক্ষরসহ লিখিত ডকুমেন্ট চাই। তাহলেই মাঠ ছাড়বো।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা শাখার পরিচালক অধ্যাপক ড. শ্রীপতি শিকদার বলেন,আমাকে মন্দির নির্মাণের জন্য কমিটিতে আহ্বায়ক করে ভিসিবিলিটি স্টাডি করতে বলা হয় যে আগের কমিটি কেন মন্দির করতে পারে নি।আমি চেষ্টা করব আগামী ৬ মাসের মধ্যে মন্দির বিষয়ক একটি প্রতিবেদন দাখিল করবো। সেই প্রতিবেদনে অবশ্যই উল্লেখ করবো যে এই জায়গায় একটি মন্দির করা যেতে পারে।
উল্লেখ্য যে, হাবিপ্রবিতে মন্দির নির্মাণের বিল ২০১৩ সালে রিজেন্ট বোর্ডে পাশ হয় কিন্তু বারবার শিক্ষার্থীরা আন্দোলন করলেও তা বাস্তবায়নে প্রশাসন কোনো পদক্ষেপ নেয় নি বলে জানা যায়।