মুক্তিযুদ্ধের চেতনা ও প্রগতিশীলতায় বিশ্বাসী সাংবাদিক সংগঠন ইসলামী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি।
শনিবার (২১ জানুয়ারি) প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেলীনা নাসরীন এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, ইবি রিপোর্টার্স ইউনিটির নির্বাচনের প্রার্থী হিসেবে সভাপতি পদে তিন জন ও সাধারণ সম্পাদক পদে তিন জন সহ মোট ৬ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।
এদের মধ্যে সভাপতি পদে ইত্তেফাক পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মোস্তাফিজুর রহমান রাকিব, আমাদের অর্থনীতি পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন আদনান, দেশের কণ্ঠ পত্রিকার তারিক সাইমুম এবং সাধারণ সম্পাদক পদে আজকালের খবর পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি তাসনিমুল হাসান, ডেইলি সান পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি সোহানুর রহমান ও জাগো বুলেটিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি খলিলুর রহমান জীম মনোনয়ন পত্র সংগ্রহ করেন।
আগামী ২৩ জানুয়ারি কার্যনির্বাহী পরিষদের সদস্যদের ভোটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন।
নির্বাচনের সার্বিক বিষয় নিয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. শেলীনা নাসরীন বলেন, মোট ৬ জন মনোনয়ন পত্র নিয়েছিল। যাদের মধ্যে সভাপতি ও সম্পাদক পদে তিন জন করে। গতকাল পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন ছিলো তবে কেউ তা করেনি। পরবর্তীতে আমরা যাচাই বাছাইয়ের মাধ্যমে ৬ জনকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচনা