দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি )ফুড এন্ড প্রসেস ইন্জিনিয়ারিং ডিগ্রীর আয়োজনে দুই দিন ব্যাপী মহা পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন হতে যাচ্ছে। ১৭ থেকে ১৮ ফেব্রুয়ারি এই মহা পুনর্মিলনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের এফপি ই ডিগ্রীর সকল শিক্ষক এবং বর্তমান ও প্রাক্তন সকল শিক্ষার্থী উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে উক্ত বিভাগের মহা পুনর্মিলনী কমিটির সদস্যবৃন্দ ২০ জানুয়ারি বিকেল চারটায় হাবিপ্রবি সাংবাদিক সমিতির অফিসরুমে এক প্রেস কনফারেন্সে নিজেদের আয়োজনের বিষয়ে ঘোষণা দেন। প্রেস কনফারেন্সে লিখিত বক্তব্য পাঠ করেন পুনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ জাভেদ হোসেন ।
তিনি বলেন,২০০৫ সালে ৪টি বিভাগের সমন্বয়ে আমাদের এই “বিএসসি ইন ফুড এন্ড প্রসেস ইন্জিনিয়ারিং ডিগ্রী” চালু করা হয়। এটি বিশ্ববিদ্যালয়ের অন্যতম পুরনো এবং স্বয়ংসম্পূর্ণ ডিগ্রী। এখন পর্যন্ত আমাদের এই ডিগ্রীর ১৩টি ব্যাচ বের হয়ে গেছে এবং বর্তমানে ৫ টি ব্যাচ চলমান রয়েছে। আমাদের সেরকম কোনো এমাননাই অ্যাসোসিয়েশন না থাকায় আমরা মিলিত হওয়া বা সকল ব্যাচের শিক্ষার্থীদের পরস্পর পরিচিতির সুযোগ হয় নি। আমাদের সকল ব্যাচের শিক্ষার্থীদের একটি মিলনমেলা ও পারিস্পরিক পরিচিতির জন্য এই পুনর্মিলনী আয়োজন করা।
তিনি আরও বলেন,দুই দিন ব্যাপী এই পুনর্মিলনীতে চলমান ও সদ্য বের হওয়া শিক্ষার্থীরা একে অপরের সাথে পরিচিত হয়ে সুসম্পর্ক গড়ে তুলতে পারবে, তাদের ক্যারিয়ার বিষয়ে আলোচনা করতে পারবে এবং প্রাক্তনরা তাদের ক্যাম্পাসের অতিত দিনগুলি স্মৃতিচারণ করতে পারবে।
আয়োজনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,১৭ ও ১৮ ফেব্রুয়ারি পুনর্মিলনী জুড়ে থাকবে বিভিন্ন অনুষ্ঠান,যেমন: অতিথি আপ্যায়ন ও শুভেচ্ছা সামগ্রী বিতরণ,র্যালি,স্মৃতি বিচরণ ,ক্যারিয়ার বিষয়ক আলোচনা,এলামনাই পরিচিতি,ক্রেস্ট প্রদান, সাংস্কৃতিক সন্ধ্যা,গ্রান্ড ডিনার সহ বিভিন্ন চমক।
শেষ পর্যায়ে তিনি পুনর্মিলনী আয়োজন নিয়ে হাবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি ও অন্যান্য সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রেস কনফারেন্সে উপস্থিত সাংবাদিকদের প্রতি ধন্যবাদ দেন ও বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।