বুধবার (১৮ জানুয়ারি) দুপুরে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাফেটেরিয়ার ম্যানেজার তুষারকে (২৫) মেরে জখম করেছে জবি ১৫ ব্যাচের ইসলামিক স্টাডিজ বিভাগের সাজবুল ইসলাম নামের এক শিক্ষার্থী। সাজবুল ইসলাম জবি ইসলামিক স্টাডিজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক। শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইনের অনুসারী।
আহত তুষার জানান, খাবার খাওয়ার পর বিল চাইতে গেলে সাজবুল বলে বিল মিরাজ ভাই দিবে। একথায় অসম্মতি জানালে, উত্তেজিত অবস্থায় ক্যান্টিনের ভিতরে ঢুকে কাচের বাটি ছুড়ে মারে। এরপর গালাগালি করতে করতে ডালের চামচ দিয়ে আঘাত করে জখম করে। সেখানে থাকা কাচের বাটি ভেঙে কানের কাছে গুরুতর আঘাত পান তিনি। এরপর তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়।
এবিষয়ে ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল বলেন, এমনটি হওয়ার কথা না। একজন শিক্ষার্থীকে তাকে মারার অধিকার কে দিল বিষয়টি দেখছি আমি।
এবিষয়ে প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, ঘটনাটি ইতোমধ্যে শুনেছি। তদন্ত সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী যথাযোগ্য বিচার হবে।
এবিষয়ে শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আক্তার হুসাইনকে ফোন করা হলে তাকে পাওয়া যায়নি।