নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণে আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেন, আপনাদের স্বার্থেই শেখ হাসিনাকে দরকার।
১৫ জানুয়ারি রবিবার সকালে অফিসার্স কলোনী ফাইফ স্টার মাঠে এসব কথা বলেন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।
তিনি বলেন, এখন প্রধান কাজ আমার দেশের মানুষকে বাঁচানো। আর মানুষকে বাঁচাতে হলে অর্থনীতিকে বাঁচাতে হবে। শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, আপনাদের স্বার্থেই শেখ হাসিনাকে দরকার। আমি ঠিক বলেছি মনে থাকবে তো আর আন্দোলনের নামে কি হচ্ছে আপনারা দেখছেন। রংপুরেও তো এক সমাবেশে ক্যাথা লাগেনি, চিড়া মুড়ি তারপরে মোমবাতি তারপরে মশার কয়েল সব নিয়ে মির্জা ফখরুল টাকার বস্তা নিয়ে শুয়ে আছেন। সাত দিন আগে থেকেই আয়োজন মনে হয় পিকনিক খাচ্ছে ঠিক কিনা বলেন কি হলো ১০ শে ডিসেম্বর কি হলো ঘোড়ার ডিম, ঘোড়ার ডিম পারলো। ১০ শে ডিসেম্বর কি হলো আরো ২৩ দলের ২৩ টা ঘোড়ার ডিম, আর এই ১১ টার মধ্যে কি হলো ৫৪ দলের ৫৪ টি অশ্বডিম্ব মানে ঘোড়ার ডিম, খেলা তো হবে।
বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দীর সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি।
আরো উপস্থিত ছিলেন রেল মন্ত্রী নূরুল ইসলাম সুজন, নীলফামারী জেলা আওয়ামীলীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম। এ সময় নীলফামারী জেলা আওয়ামীলীগ রংপুর বিভাগের আট জেলার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ হাজার হাজার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শেষে সেতু মন্ত্রী রংপুর বিভাগের শীতার্ত ৩০ হাজার মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।