পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তিতে ১৬৪টি ফাঁকা আসন পূরণে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটি।
শনিবার(১৪ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইটে এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
ভর্তি কমিটির সদস্য সচিব মো. ফজলে রাব্বি খান স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শূন্য আসনে ভর্তিচ্ছু প্রার্থীদের আগামী ১৫ ও ১৬ জানুয়ারি সকাল ৯:৩০ থেকে বিকাল ৪:০০ টার মধ্যে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলে স্ব-শরীরে উপস্থিত হয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এরপর ভর্তির জন্য নির্বাচিতদের তালিকা আগামী ১৭ জানুয়ারি প্রকাশিত হবে। এছাড়াও নির্বাচিতদের আগামী ১৮ এবং ১৯ জানুয়ারি সকাল ১০:০০ টা থেকে বিকাল ৪:০০ টার মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।
প্রসঙ্গত, ইতোপূর্বে পর পর সাত ধাপে মেধাতালিকা প্রকাশ করে ভর্তি নেওয়ার পরও ১৬৪ আসন শূন্য থাকায় নতুন করে এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।