দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বাংলাদেশ বিজ্ঞান একাডেমি ও হাবিপ্রবি বিজ্ঞান অনুষদ কর্তৃক আয়োজিত দিনাজপুর আঞ্চলিক বিজ্ঞান অলিম্পিয়াড।আজ শুক্রবার (১৩ জানুয়ারি ২০২৩)সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ড.এম.এ.ওয়াজেদ ভবনের সামনে বিজ্ঞান অলিম্পিয়াড- ২০২৩ এর উদ্ধোধন করা হয়।
উদ্ধোধন অনুষ্ঠান পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান। সভাপতিত্ব করেন বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের শিক্ষক প্রফেসর ড.মো.নাজিম উদ্দিন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডক্টর বিধান চন্দ্র হালদার , ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড.মোহাম্মদ সাইফুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড.সৈয়দা জাহানারা আফরোজ এবং রসায়ন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. বলরাম রায়।
প্রধাধ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড.এম.কামরুজ্জামান বলেন,স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু বাংলাদেশ স্বাধীন করার পর থেকেই বিজ্ঞান শিক্ষার উপর বিশেষ অগ্রাধিকার দিয়েছিলেন।সেই ধারাবাহিকতায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জ্ঞান বিজ্ঞানের আলোকে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
অলিম্পিয়াডের দ্বিতীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষে অডিটোরিয়াম-২ এ বিজয়ীদের মাঝে ক্রেস্ট, সার্টিফিকেট ও টি শার্ট প্রদান করা হয়।অলিম্পিয়াডে কলেজ পর্যায়ে ১ম হয় দিনাজপুর সরকারি কলেজ থেকে রওনক সাদাব এবং স্কুল পর্যায়ে ১ম হয় দিনাজপুর জিলা স্কুল থেকে মুক্তাদির মুগ্ধ। স্কুল এবং কলেজ দুই পর্যায়েরই ১ম থেকে ১০ম পর্যন্ত সবাই পরবর্তী রাউন্ডে যাওয়ার জন্য নির্বাচিত হয়।