ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগকে আলাদা ভাবে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে দুটি সতন্ত্র বিভাগ চালু হয়েছে।
১০ জানুয়ারি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এ নিয়ে ডুয়েটে বর্তমানে দশটি বিভাগে আন্ডার গ্রাজুয়েট পড়ার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।
বিভাগ গুলো হলো সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং,মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সাইন্স ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং,ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রডাকশন ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফুড ইঞ্জিনিয়ারিং ও ম্যাটারিয়াল এন্ড ম্যাটালর্জিক্যাল ইঞ্জিনিয়ারিং।
উক্ত বিভাগ দুটিতে বর্তমান অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে উক্ত খবর ছড়িয়ে পড়তে তাৎক্ষণিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ হাবিবুর রহমানকে উক্ত বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক হাসান মোহাম্মদ আফরোজ স্যারকে সেই সাথে উক্ত বিভাগের সকল শিক্ষকদের। তাৎক্ষণিকভাবে ক্যাম্পাসে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কার্যক্রম পরিচালনা করে অধ্যয়নরত শিক্ষার্থীরা ।
উল্লেখ্য যে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ পূর্বে একসাথে কেমিক্যাল এন্ড ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগ হিসেবে যাত্রা শুরু করেছিল।