ফরিদপুরের অম্বিকাপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আয়োজিত গণ অবস্থান কর্মসূচী হামলা ও পাল্টা হামলায় বানচাল হয়ে গেছে। সরকারের পদত্যাগ, অবৈধ সংসদ বাতিল, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন সহ ১০ দফা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল নেতৃবৃন্দের মুক্তি দাবিতে দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ফরিদপুরে এ গণ অবস্থান কর্মসূচি বেলা ১১টায় শুরু হয়। বেলা সাড়ে বারোটার দিকে দুই পক্ষে মধ্যে হামলা পাল্টা হামলা শুরু হলে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এসময় গণ অবস্থান কর্মসূচীতে অংশ নেয়া নেতা কর্মীরা দিকবিদিক ছুটে চলে যায়। পরে কর্মসূচী বন্ধ ঘোষনা করেন নেতারা। তাৎক্ষনিক সাংবাদিকদের ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন বলেন, শান্তিপুর্ণ কর্মসূচী চলাকালে আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ হামলা চালায়। ইটপাটকেল নিক্ষেপ করা ছাড়াও ককটেল হামলা চালানো হয়েছে বলে জানান তিনি। তিনি দাবী করেন, এ হামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্তত ৫০ জন নেতাকর্মী আহত হয়। এছাড়া শতাধিক নেতাকর্মীকে পুলিশ আটক করে নিয়ে গেলে বলেও জানান তিনি। অপরদিকে ফরিদপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার বলেন, বিএনপি নিজেদের মধ্যে কয়েকটি গ্রুপিং রয়েছে, তাছাড়া প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীরাও সড়কে সোচ্চার ছিলেন। তিনি বলেন, সাড়ে বারোটার দিকে আকষ্মিক কয়েকটি গ্রুপ হামলা পাল্টা হামলায় লিপ্ত হয়। এর আগে বুধবার সকাল ১১টা হতে শহরের অম্বিকা ময়দানে এ কর্মসূচি শুরুতেই জাসাসের শিল্পীদের গণসংগীত পরিবেশনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। বিপুল পরিমাণ নেতাকর্মী এতে যোগ দেন। এসময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহিরুল হক শাহজাদা, বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক খন্দকার মাশুকুর রহমান মাশুক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য শাহ্ মোঃ আবু জাফর, নির্বাহী কমিটির সদস্য কাজী হুমায়ুন কবির, ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, মহানগর বিএনপির আহ্বায়ক এএফএম কাইয়ুম জঙ্গি, শরিয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার নাসিরুদ্দিন কালু সাংগঠনিক সম্পাদক সাইদ আহমেদ আসলাম, রাজবাড়ীর আহ্বায়ক অ্যাডভোকেট লিয়াকত হোসেন, গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, ফরিদপুর জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, আফজাল হোসেন খান পলাশ, আতাউর রশীদ বাচ্চু, গোলাম রব্বানী ভুঁইয়া রতন, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, মহানগর যুবদলের সভাপতি বেনজির আহমেদ তাবরীজ, সাধারণ সম্পাদক রেজোয়ান বিশ্বাস তরুণ, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক মামুন অর রশীদ মামুন, হিন্দু কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক নিতাই রায়, জেলা মহিলা দলের সভাপতি নাজরিন রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, সহ বৃহত্তর ফরিদপুরের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন। সভা সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন ও মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ। গণ অবস্থানের শুরুতে শুভে”ছা বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য,জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা ১০ দফা দাবি দিয়ে গণ অবস্থান কর্মসূচি পালন করছি। সরকারের কাছে দাবি জানা”িছ, আপনারা অচিরেই ক্ষমতা থেকে পদত্যাগ করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তিনি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ সকল নেতাকর্মীদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। এদিকে ফরিদপুরে বিএনপির এই বিভাগীয় গণ অবস্থানকে কেন্দ্র করে ফরিদপুর সহ আশেপাশের পাঁচ জেলা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল সহকারে এসে কর্মসূচি স্থলে যোগ যোগ দেন। বিপুল সংখ্যক নেতাকর্মীদের উপস্থিততে মাঠ ভরে উঠে।
###