জগন্নাথ বিশ্ববিদ্যালয়(জবি) ফার্মেসি বিভাগে উদ্যোগে আয়োজিত হলো খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ থেকে শুরু করে সাতদিনব্যাপী চলবে এই আয়োজন। সকাল ১০.৩০ ঘটিকায় বিভাগের হল রুমে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান ডা.মোহাম্মদ মোশাররফ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফার্মেসি বিভাগের সকল ছাত্র-ছাত্রী,শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী।নতুন বছরকে নতুনভাবে বরণ করে নিয়ে সকল শিক্ষার্থীদের মাঝে মিষ্টি এবং ফুল বিতারণের মাধ্যমে শেষ হয় অনুষ্ঠানের প্রথম পর্ব।
পরবর্তীতে পর্বে শুরু হয় ছাত্র-ছাত্রীদের নিয়ে খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। সাতদিনব্যাপী এই আয়োজনে বিভাগের সকলের জন্য থাকছে বিভিন্ন ধরনের খেলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা।
খেলাধুলার মধ্যে রয়েছে : ডার্ট বোর্ড, লুডু, দাবা, ক্যারাম, কার্ড, টেবিল টেনিস ও ক্রিকেট। অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতায় রয়েছে : উপস্থাপন, গান, আবৃত্তি, বক্তব্য ইত্যাদি।
বিভাগের এই আয়োজন প্রসঙ্গে বিভাগের চেয়ারম্যান ডা. মোহাম্মদ মোশাররফ হোসেন মুঠোফোনে জানান, “বছরের শুরুতে দেশের বাহিরে ছিলাম বলে বিভাগের সবাইকে নিয়ে নতুন বছর উদযাপন করা হয়নি। তাই আজ ফার্মেসি বিভাগের নতুন বছরকে বরণ করছি সবাইকে ফুলের শুভেচ্ছা এবং মিষ্টিমুখ করানোর মধ্য দিয়ে। বিভাগের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে এই আয়োজন নতুন বছরের পথচলায় যেন বাড়তি অনুপ্রেরণা। এরকম আয়োজনের মাধ্যমে বিভাগে আনন্দঘন মুহুর্ত তৈরি ও ছাত্র-ছাত্রীদের সাথে শিক্ষকদের মিলনমেলার ধারাবাহিকতা প্রত্যেকবারই থাকবে”।
উল্লেখ্য, খেলাধুলার মধ্যে ডার্ট বোর্ড প্রতিযোগিতাটি সম্পন্ন হয় আজ। উক্ত খেলায় অংশগ্রহণ করা ৮২ জন প্রতিযোগীর মধ্যে ৩ জনকে ১ম,২য় ও ৩য় হিসেবে বাছাই করা হয় এবং আজই ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।
প্রতিযোগিতায় ১ম স্থান অধিকার করেন ডিপার্টমেন্টের ১০ম ব্যাচের শিক্ষার্থী আমিনুল ইসলাম রনি ,২য় স্থান অধিকার করেন ডিপার্টমেন্টের ৮ম ব্যাচের শিক্ষার্থী মো: শাকিল মিয়া এবং যৌথভাবে ৩য় স্থান অধিকার করেন ফার্মেসি বিভাগের শিক্ষক সাবর্ণী সরকার এবং ১০ম ব্যাচের শিক্ষার্থী আবু বকর খান। সব মিলিয়ে বিভাগের ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মাঝে উৎসবমুখর এক উপস্থিতি লক্ষ করা যায়।