বাংলাদেশের স্বাধীনতা লাভের পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন স্মরণে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পালিত হয়েছে জাতির পিতার প্রত্যাবর্তন দিবস।
দিনটি উপলক্ষে মঙ্গলবার (১০ জানুয়ারি) বেলা ১১টায় প্রশাসন ভবন চত্বর হতে উপাচার্য অধ্যাপক ড. শেখ আব্দুস সালামের নেতৃত্বে আনন্দ র্যালি বের হয় এবং র্যালিটি বিশ্ববিদ্যালয়ের প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল চত্বরে সমবেত হয়।
র্যালির পরবর্তীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যালে পুষ্পার্ঘ্যর মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এসময় তার সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মোঃ আলমগীর হোসেন ভূঁইয়া ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ. এম. আলী হাসান।
এছাড়া, উপস্থিত ছিলেন শাপলা ফোরামের শিক্ষকবৃন্দ, শিক্ষক সমিতির শিক্ষকবৃন্দ, বাংলাদেশ ছাত্রলীগ ইবি শাখা, সাধারণ শিক্ষার্থী, ইবি কর্মকর্তা’সহ প্রমুখ।
এসময় সংক্ষিপ্ত আলোচনায় উপাচার্য ড. শেখ আব্দুস সালাম বলেন, আজকের দিনের বাংলাদেশের সত্যি ইতিহাস যদি না জানে মিথ্যার উপর দাঁড়িয়ে ওই সেদিনের পচাত্তরের কুলাঙ্গাররা আজকের ইতিহাস থেকে বিতাড়িত। আজকের দিনের ইতিহাসগুলো নতুন প্রজন্মকে জানান। ইতিহাস বানানো যায় না, ইতিহাস ঐতিহাসিক ভাবে সৃষ্টি হয়।
তিনি এ প্রজন্মকে উদ্দেশ্য করে আরও বলেন, আমরা এক ধরণের স্থাপতি। মানুষের আত্মার পরিবর্তনের, চিন্তা পরিবর্তনের স্থাপতি। সেই সত্যের সাথে থেকে আগামী দিনের বাংলাদেশ গড়তে সকলে একত্রে এগিয়ে যাই।
শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।