বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। এবার ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠাবার্ষিকীর মূল প্রতিপাদ্য ছিলো “ডিজিটাল বাংলাদেশ দৃশ্যমান, লক্ষ্য এবার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ”।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারন সম্পাদক মো. নুরুল্লাহর নেতৃত্বে আনন্দ র্যালি বের করা হয়।
র্যালি শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মারক ম্যুরাল ” জনক জ্যােতির্ময়ে” শ্রদ্ধার্ঘ অর্পণ করা হয়। এরপর বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরে কেক কেটে দিবসটি উদযাপন করে পাবিপ্রবি ছাত্রলীগ।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড.এস এম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক কে এম সালাউদ্দিন, প্রক্টর কামাল হোসেন সহ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সকল স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।