অতীতে চরমভাবে ব্যর্থ বিএনপি জামায়াতের ক্ষমতা পুনর্দখলের খেলায় জনগণের কোনো স্বার্থ নেই। এমন মন্তব্য করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৭ আর ১০ দফা দিয়ে বিএনপি আবারও সরাসরি ৭১, ৭৫ ও ২১ আগষ্টের খুনিদের সাথে এক প্লেটে ভাত খাচ্ছে। এটা রাজনৈতিক বেয়াদবি, যা মেনে নেওয়া যায় না।
ইনু বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে বিএনপির এই চক্রান্ত যে কোনো মূল্যে রুখে দিতে হবে। মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ার মিরপুর উপজেলা জাসদের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ শরীফের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।
এ সময় ইনু আরো বলেন, বিএনপির ডানে রাজাকার, জামায়াত যুদ্ধাপরাধী আর বামে সুযোগ সন্ধানী কতিপয় দল জড়ো হচ্ছে। এরা কখন কোন দিকে যায় বোঝা যায় না। তবে কয়টা সুযোগ সন্ধানী দল যোগ হচ্ছে সেটা ব্যাপার না, জনগণ যোগ হচ্ছে কিনা সেটাই দেখার বিষয়। ইনু বলেন, জনগণ ভরসা করতে পারে, অর্থনৈতিকসহ যে ধরনেরই বৈশ্বিক সংকট থাকুক না কেন, বর্তমান সরকার জনগণকে রক্ষা করবে।
জাসদের মিরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আহাম্মদ আলীর সভাপতিত্বে এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন, কেন্দ্রীয় জাসদের সদস্য মো. আবদুল্লাহ, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলম, মিরপুর উপজেলা জাসদের সাংগঠনিক সম্পাদক মো. আফতাব উদ্দিন, বহলবাড়ীয়া ইউনিয়ন জাসদের সভাপতি সাইদুল ইসলাম মন্টুসহ দলীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
///