২০২২ সালের মার্চ মাসে সম্পূর্ণভাবে চালু হওয়ার কথা থাকলেও বিভিন্ন জটিলতার কারণে নতুন বছরে (২০২৩)জানুয়ারির প্রথম সপ্তাহে চালু হচ্ছে হাবিপ্রবির নবনির্মিত বৃহত্তম ছাত্রী হল।
বিশ্ববিদ্যালয়ের মেয়ে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে রবিবার (১ জানুয়ারি) মোট ৫২০ জন মেয়ে শিক্ষার্থীকে হলে সিট ও রুম বরাদ্দ দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
নতুন হলটির দায়িত্বপ্রাপ্ত হল সুপার অধ্যাপক ডক্টর আফরোজা খাতুন কর্তৃক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের ২০১৭ ও ২০১৮ শিক্ষাবর্ষে স্নাতক কোর্সে অধ্যয়নরত অনাআবাসিক ছাত্রীদের সিট বরাদ্দ দেয়া হয়।
বিজ্ঞপ্তিটিতে বলা হয়, সিট বরাদ্দকৃত ছাত্রীদের ০১/০১/২০২৩ হতে ০৫/০১/২০২৩ তারিখের মধ্যে আবাসিক হওয়ার জন্য নির্ধারিত ফি জমা দিয়ে ব্যাংক রিসিপ্ট ও প্রয়োজনীয় কাগজপত্র হল কর্তৃপক্ষের কাছে উক্ত তারিখের মধ্যে জমা দিতে হবে। উক্ত সময়ে জমা দিতে ব্যর্থ হলে তার সিট বাতিল হয়ে যাবে।
ছাত্রীদের নব-নির্মিত হলে সিট বরাদ্দের তালিকা প্রকাশের পর হল কবে নাগাদ চালু হবে এবং হলের বর্তমান সার্বিক অবস্থাসহ বিস্তারিত জানতে চাইলে নবনির্মিত ছাত্রী হলের দায়িত্বপ্রাপ্ত হল সুপার অধ্যাপক ড. আফরোজা খাতুন বলেন, “যে সকল মেয়ে শিক্ষার্থীদের তালিকা নতুন হলের সিট বরাদ্দ দিয়ে প্রকাশ করা হয়েছে তাদেরকে এই সপ্তাহেই অনুষ্ঠানিকভাবে চাবি হস্তান্তরের মাধ্যমে হলে উঠানো হবে। সেজন্য আগামী ৫ জানুয়ারির মধ্যে তাদেরকে হল অফিসে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দিয়ে আবাসিক হতে হবে। কাগজপত্র জমা দিয়ে আবাসিক না হলে তাদেরকে চাবি দেওয়া হবে না”।
তিনি আরও বলেন,হল চালুর সাথে সাথে আমরা খাবারের জন্য ডাইনিংও চালু করছি। তবে কিছু বিষয়ে প্রথম দিকে একটু সমস্যা হতে পারে ।আমরা শীঘ্রই সমস্যা কাটিয়ে একটি অত্যাধুনিক হল হিসেবে প্রতিষ্ঠা করব।
উল্লেখ্য, নব-নির্মিত এই আবাসিক ছাত্রী হলে কোন গণরুম থাকবে না এবং ভবনের প্রতিটি কক্ষ হবে ৪ আসন বিশিষ্ট। এছাড়াও হলটিতে প্রধান ভবন ছাড়াও তিন তলা বিশিষ্ট আলাদা একটি ভবন তৈরি করা হয়েছে।
এই ভবনটির প্রথম তলায় থাকছে ডাইনিংয়ের ব্যবস্থা এবং দ্বিতীয় তলায় থাকছে ক্যান্টিনের ব্যবস্থা এবং তৃতীয় তলায় থাকছে জিমনেশিয়াম এবং কমনরুমেরও ব্যবস্থা। এছাড়াও পড়াশোনা করার জন্য হলের দ্বিতীয় তলায় থাকছে রিডিং রুমেরও ব্যবস্থা।
হল সুপারদের জন্য থাকবে পৃথক রুম এবং হল অফিস রুম। মেয়ে শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য থাকছে প্লে-গ্রাউন্ড।
নবনির্মিত হলটি ৭২০টি আসন বিশিষ্ট হওয়ার কথা থাকলেও আসন সংখ্যা থাকছে ৬৪০টি।৬ষ্ঠ তলা ফাঁকা এবং ১থেকে ৫ম তলা আসন ফাকা হওয়া সাপেক্ষে শীঘ্রই ২০১৯ শিক্ষাবর্ষের ছাত্রীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা যায়।