ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর এর বাংলাদেশ ছাত্রলীগ ডুয়েট শাখা শীত বস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন করেছে। ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ম আয়ের মানুষকে।
শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে পাশে দাঁড়াল “ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় “শাখা ছাত্রলীগ সহ সাধারন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার ১৫০০+ শীতবস্ত্র নিয়ে উত্তর বঙ্গের প্রত্যন্তঅঞ্চলে শীতার্ত মানুষদের সহায়তার লক্ষ্য ডুয়েট ক্যাম্পাস থেকে একটি ট্রাক ছেড়ে যায়।
এই বিষয়ে বিস্তারিত জানতে চাইলে,ডুয়েট শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোজাম্মেল হোসেন শাহীন বলেন, “মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক শীতার্ত মানুষদের পাশে মানবিক সহায়তায় পৌছানোর ক্ষুদ্র প্রয়াস থেকে ডুয়েট ছাত্রলীগের এই উদ্যোগ, তিনি আরোও বলেন আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে পাবলিকের টাকায় পড়াশোনা করতেছি,আমাদের এই দায়বদ্ধতা থেকে আমরা এই উদ্যোগ গ্রহন করেছি”।
এই সময় উপস্থিত ছিলেন ডুয়েট শাখা ছাত্রলীগের সভাপতি, তাইবুর রহমান।
তিনি বলেন ” দেশের মানুষের বিভিন্ন সংকটে সবার আগে মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয় বাংলাদেশ ছাত্রলীগ। বিভিন্ন সময় বিভিন্ন দূর্যোগে ডুয়েট শাখা ছাত্রলীগ সবসময় সাধারন মানুষের পাশে ছিলো আছে এবং থাকবে ,তারই দ্বারাবাহিকতায় এবারও দেশের শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ, ডুয়েট শাখা।
এই সময় তিনি শীতার্ত মানুষদের উদ্দ্যেশে বলেন,আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে। এ সময় তিনি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে সবাইকে আহ্বান জানান। এছাড়াও সাধারণ শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন সাধারণ শিক্ষার্থীরা সবসময় আমাদের পাশেই থেকে সর্বাত্মক সহযোগিতা করার চেষ্টা করছে।