পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(পাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি ও এলামনাই মিলনমেলা-২০২২ উপলক্ষে এই সংবর্ধনা প্রদান করা হয়।
বিশ্ববিদ্যালয়ের এলামনাই সভাপতি অধ্যাপক শরীফ এনামুল কবিরের সভাপতিত্বে সেলিম আল দীন মুক্ত মঞ্চে আজ সন্ধ্যায় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েড উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন কে উত্তরীয় পরিয়ে দেওয়া হয় ও ক্রেস্ট প্রদান করা হয়। সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়
এ সময় হাফিজা খাতুন তার বক্তব্যে বলেন, এনামনাই মানে কেবল একদিন মিলিত হওয়া নয়, এলামনাইয়ের মাধ্যমে আমরা বিশ্ববিদ্যালয়কে ও দেশকে যেন এগিয়ে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা থাকতে হবে আমাদের মধ্যে।
উক্ত অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নুরুল আলম, উপ উপাচার্য শেখ মো.মনজুরুল হক, রেজিস্টার রহিমা কানিজ প্রমূখ উপস্থিত ছিলেন।