আমিনুল হক সাদী, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জে মাল্টা চাষী আবু বকর সিদ্দিকের মাল্টা বাগান পরিদর্শন করেছে এনএটিপির ৫০ সদস্যোর প্রশিক্ষিতরা। জেলা সদরের মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া এলাকায় অবস্থিত ৫০০ শত মাল্টা গাছের চারা ও ফলন দেখে অভিভূত হয়েছে এসব প্রশিক্ষণার্থীরা। তারা নিজেরাও মাল্টা চাষের দিকে আগ্রহ জেগেছে বলে জানিয়েছে প্রশিক্ষণার্থীরা। জানা গেছে সোমবার সকালে আবু বকর সিদ্দিকের মাল্টা বাগান পরিদর্শন করেন ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগাম ফেজ এনএটিপি-২ প্রকল্পের অর্থায়নে সিআইজি কৃষক কৃষাণীদের এক্সপোজার ভিজিট টিমের ৫০ জন সদস্য। তাড়াইল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় এ পরিদর্শন করা হয়েছে বলে জানা গেছে। পরিদর্শনে আসা প্রশিক্ষণার্থীদের হাতে কলমে ধারণা দেন সদর উপজেলা কৃষি অফিসার মোঃ জামাল উদ্দিন, তাড়াইল উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার নূর-ই-আলম প্রমুখ। মাল্টা চাষী আবু বকর সিদ্দিক বলেন,আমার দীর্ঘ দিনের পরিশ্রম আজ স্বার্থক হয়েছে যে আমার মাল্টা বাগান দেখতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে লোকজন এসে তা দেখে অনুপ্রাণিত হচ্ছে। পরিদর্শনে আসা ব্যক্তিদের মুখে সফলতার গল্প শুনে নিজের পরিশ্রম ভোলে যাই মনে সুখ লাগে অন্যরকম তৃপ্তি আসে।