তীব্র খরা শেষে বেশ কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। শুকিয়ে থাকা খাল, বিল, জলাশয়ে ভরছে পানিতে। তীব্র খরায় শুকিয়ে যাওয়া ফসলের ক্ষেতেও ফিরে এসেছে আর্দ্রতা। নিচু জমিতে জমেছে বৃষ্টির পানি। আর এই সময়টায় রোপা আমন চাষে ব্যস্ত হয়ে উঠছেন জেলার পদ্মা-আড়িয়াল খাঁ বিধৌত শিবচরের কৃষকেরা। জমি প্রস্তুত, চাষাবাদ এবং ধানের চারা রোপণে ব্যস্ত সময় কাটছে চাষিদের। বিশেষ করে শিবচরের চরাঞ্চলের কৃষকরা নদীর পাড়ের জমিসহ ফসলি জমিতে ধান রোপণ করছেন। জানা গেছে, উপজেলার শিরুয়াইল, বহেরাতলা, নিলখী, দত্তপাড়া, বন্দরখোলা, মাদবেরচর, কুতুবপুর, কাদিরপুর, চরজানাজাতসহ বিভিন্ন এলাকায় আমনের ফলন ভালো হয়। এ সব এলাকার কৃষকরা রোপা আমন ধানের চারা রোপণ করছেন বিস্তীর্ণ জমিতে। বৃষ্টি থাকায় কৃষকদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। ফেটে চৌচির হওয়া ফসলি জমিতে বৃষ্টির ফলে ধান রোপণ সহজ হয়েছে বলে কৃষকরা জানান। শিরুয়াইল এলাকার কৃষক আরিফ হোসেন জানান, জমিতে আমন ধানের চাষ করা হচ্ছে। কিছুদিন আগে টানা খরা থাকায় সেচ দিয়ে জমিতে ধান লাগানো শুরু করেছিলাম। পরে বৃষ্টি শুরু হলে কৃষকদের মধ্যে স্বস্তি এসেছে। আরেক কৃষক জানান, চলতি মৌসুমে দেড় বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন তিনি। পর্যাপ্ত বৃষ্টির পানি পাওয়ায় চাষাবাদে কোনো অসুবিধা হয়নি। প্রাকৃতিক দুর্যোগ না হলে ফলনও বেশ ভালো হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিবচর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, উপজেলায় চলতি মৌসুমে ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে উফশী জাতের ৩ হাজার ৪৭০ হেক্টর, হাইব্রিড ৪ হেক্টর ও স্থানীয় ১ হাজার ২০০ হেক্টর জমিতে আমন ধানের চাষ। মূলত জুন-জুলাই মাস আমন ধান রোপণের সময়। এ বছর বৃষ্টিপাতও পিছিয়েছে। জুলাইয়ের মাঝামাঝি থেকে কৃষকরা আমনের চারা রোপণ শুরু করেছেন। শিবচর উপ-সহকারী কৃষি কর্মকর্তা আফসানা ইয়াসমিন বলেন, উপজেলা কৃষি বিভাগের নির্দেশনায় আমরা মাঠ পর্যায়ে আমন চারা রোপণে কৃষককে বিভিন্ন ধরনের পরামর্শ দিচ্ছি। কুতুবপুর ইউনিয়নে এবারে আমন চাষের লক্ষ্যমাত্রা ৪৫ হেক্টর ধরা হয়েছে। শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শিবচরে চলতি মৌসুমে ৪ হাজার ৭০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃষ্টি হওয়ায় কৃষকরা বর্তমান পুরোদমে আমন ধানের চারা লাগানোর ব্যস্ত সময় পার করছেন। আবহাওয়া বর্তমান অনুকূলে রয়েছে। আর আমরা চাষিদের চারাগুলো লাইন করে লাগানোর পরামর্শ দিয়ে যাচ্ছি। আশা করি বোরোর মতোই আমনেরও বাম্পার ফলন হবে।