জেলা প্রশাসন আয়োজিত কর্মসূচির মধ্যে সকাল সাড়ে ৯টায় সদর উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে প্রতিকৃতিতে জেলা প্রশাসন, জেলা পুলিশ, মুক্তযোদ্ধা সংসদ, বঙ্গবন্ধু বিশ্ব বিদ্যালয়, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক সামাজিক স্ংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করার মধ্যে দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা’র সাথে খাদ্যমন্ত্রী সাধন চন্ত্র মজুমদার এমপি এবং সদর আসনের এমপি ব্যারিষ্টার নিজামুদ্দিন জলিল জন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, সিভিল সার্জন ডাঃ আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আবুল কালাম আজাদ, সাবেক এমপি বেগম শাহিন মনোয়ারা হক, সাবেক অধ্যক্ষ মোঃ শরিফুল ইসলাম খান এবং নওগাঁ জেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ কায়েস উদ্দিন। এ অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত যুব ও যুব মহিলাদের আর্থিক ঋনের চেক বিতরন এবং বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।