রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীনের চুক্তির মেয়াদ আরো ছয় মাস ২৯ দিন বাড়িয়েছে সরকার।
আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুসারে, তার এ চুক্তির মেয়াদ ২০২৩ সালের ১১ জুলাই থেকে কার্যকর হবে এবং তিনি ২০২৪ সালের ১০ ফেব্রুয়ারি পর্যন্ত পূর্বের প্রাপ্ত সকল সুবিধাসহ এই পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে ২০২৩ সালের ৪ জানুয়ারি জয়নাল আবেদীনকে রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে ছয় মাসের চুক্তি বৃদ্ধি করেছিল সরকার।
জয়নাল আবেদীনকে ২০১৫ সালের ৮ জুন রাষ্ট্রপতির প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে ২০১৯ সালের ৮ এপ্রিল তার চুক্তি নবায়ন করা হয়।
১৯৮৪ ব্যাচের বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা, জয়নাল আবেদীন সুদীর্ঘ চাকরি জীবনে সরকারের প্রধান তথ্য কর্মকর্তাসহ (পিআইও) বিভিন্ন গুরুত্বপূর্ণ সরকারি পদে দায়িত্ব পালন করেন।