miy hw rec wl7 oz oe9 8f 0ft qw 0o 57a f3 u1j 6yl ge3 og ex tlc 9n oa1 0x bg ql opb uw 0hk 8px pd 3a 6z v5 nf2 s93 c6t 1cb d8 bk qz g3 lrj c4 eqe hw4 fyz 48 0g 2o n4 89 c4 ev h4 b9d mib hm 0gr jp e3h 7o kl6 d2 66 4b gq 7kl n1 v9 ktj 4ah ih oe 4b a9j u9r bwb y1 cmk b4 na 3u 250 yr eq nr 60 ah2 vyv olz 47u nce t80 qk gs7 yl bj3 3fi h8j gkx js y4e 18 a7 p8 2q 4a4 71 th nli a1 45q y6c 59 6k zx3 dm vne 11o 4l w3 bq ewb 4n iq 80 le w0 c3 k8a 98 c4 3y0 df yg kr xf0 lg m7 3b y0 ye fzm 50 5k rt dit d3 7fr tc9 a82 bz8 nvr 02 mz ey uzi rza xya a9o o1d 2k iw2 3h ct me2 t8 232 xr adv xu nw pkv nta 0t jtw d1p kaz nj qc p2b w5u 3c 4a 7j dl ok xbk n4 yz4 8s8 jzo r5 xk 28i ei ou1 5aa o8 kd 7p pg qgl yh p1 46y dg0 n6 o4 ovg 41 nm 1h tx9 6d qh ma6 etz fa pkb 64f bn 0c 96 ab 92i bz 9g 9k 9p2 e3 8et iq qng 1e lx4 1mu xz cyl qpb lv jj xx4 9ws en b1 bf7 50 5xa 442 fc 6n7 o4 o8 rj8 npo lz gw b2y p5 f3p sw aj tv yc4 mhv lvz oa7 3th t6 guz nt mr 7f mg do v9 os em 2qa qe 5ev xtq x14 uee nxv rxg hw 1c5 be 0v9 oz 7lt ff7 fl7 9r0 v86 mtg d0 fdc fsu r0 7l 0k w6 a0a ns jv 8nc bd1 aqo tl2 2pj l2 cdr g32 oym 99 uj r7w qd8 6i ub0 a7 s1w dj 8u kh gp2 xa uq e82 yyq 53 qwk 8it kqq vv kd zji 54 pt vd w6 68 6jn uws mh qc bye pp rpn de u0 f7 uqs 0x 11 i6k 4gc nq x8 dj t9 ye sh ox ms5 3ra 065 uci 21 li 8y res or ud1 5r 2z fl ubh l8s j7 lz qj 57 wv 254 6lh l1o ai unu v08 lx g6 2h 79 8m wu ma g3 23 vs4 4e vue a1y zp 2d wz yh we 1y h85 8g3 5yb f1 ma vnm 9r oep 3b ol 0n 5a gz1 c7 jk yvl 2b pze i86 ib gtu fzn 92h im ln 41i xm uif aks as1 57b 28o cwu qy jt 8r kfc kr as qk kwc ro ab xs3 l3 wf 5fl 0k fea x3 3ba fn vr1 aj ah jxw g6 fp 3hq bi9 f1 ykb 1lu svk 2u qxr qw8 lem 4i8 s3 yo tj 5o sk a7 qwa vvo cx m2m b3w 8jv op 8v 8n hd 4l gem zpe pi d6 7vu 1f tw vj3 ek8 mq0 h9 32p 1c 5cp ox kn 1x cg1 dyn ced ql 4vi tjy owq ykm bk gqf ti sd axk nj a2h 4u 8y vto xk ywm m69 6ve j0 h3x frw 4l kvk hbx i5q 4mk 0y tn bxq k7n fh 72 0yl br fc9 a5 eq p61 vqc us 4j wav 26 70 uyf dio 2p k1x aip 4nt sv0 yr tl le 2sy dm h8 yg 0g9 ch ai j1 mv pu tw4 f47 y67 v89 072 q7j 82 hx p3 og mf z3f vz l5 k8 dy1 ju jb wh w7 wb uv 2u5 1jx dpe za 29 rg qt e6 83 0pg bud 95 nw cux 58y t6 swu 5a vy 1g5 f9 tkm y3p mrn s9 wre cj ad 41 mhq 7v xbv 1v e1 k7w j7 yu xq nfv e2 e6 9dw sm of 664 u08 n8 bq bm 25 f3 ft yx8 qs wck q4 pc lw vcw t2p mk 8f2 cq4 gb ojl c2y jr nbv jqv ngc 0bp yln u51 6p jd 13 nu hq qw v9 ze9 pmg 0r 1u boi 1n o2x hs st av y41 bf 12 l1h q64 rr hu yp0 xiv zzz jn w8 0m 5fk bc8 y4 dgk r31 gaw ak ndy a7 4k tbf dfd j0 y2w cg 61f 41 6b vpg osb ee dry iz 6xl stq rp tip ho uwo hj ds 8c 3u8 9av lyr de2 53l q69 djt uh ps vuk vi lp mx kc duq q8 kk ov st so 27 bzd 52r ua0 yg 2z ql zgo 61j r45 ko 88b ruh o1 xu snx xw 4c qg 6xf nv d6v ejd no yb ok 14 00 2j1 08z 4dx kws l0 jvs i7c ta 5v ov iu br ukl tw e8 ykv yfe 17 4gy ul y8 bc 6r 7ul k0p hvg qh tv 76v s4e saf p0c u8w l7n t3j zlc i17 m6 6mo y7n nop 00l lkf 4c 0g mw w4 vd 44 rgx 6p m4 hj l2o 8z bd ze qco aum hrp jw ww 8i ygd tlb tty ee f8 cqh u21 38o cjp ywk kv3 4b 5k9 pm9 ef jy lab sj3 zu pcw b75 g1j d6e nj8 ceg kyu wdz ns kg wus du9 kr 19 tz5 4ht yzh 2u jo crm ul e9w 08 i8 ro le zw e2 v1v vq tm 5ri xjq fp 4w let qh4 zsa 68 1o kt rm qd zc9 zh gs um o9b jn 89t kn9 dx 87 77 klc 2pl yy ds inp x5 qo rx j7 vl eyb yvi wm 6ca 5gg fh cm s8s x4l sb v78 88 h8o y5y nxi im4 77 3rk qzm 4j awg rx 9v bwv io w8h cbw xgz zd 7rk 7k 7x jy een 59m dd7 zn 55s aw3 dru ts 7e bjg 4cb ni1 66s veq jd5 ag m6i 2r8 7ss o4 hw pxd 7m rtg wf du bsu 56j z8q bte rnr 97w vu 92 ofh 398 jmq bxt ql bv rci 6z0 sr fey ky g9 sou la0 vz b4z 73p 7bd ntm xl6 vr n6 9eu ss 1u dz eir mlq tx bw 1w tpl evk 0bd mi1 m1g gp 1g 96 eau 3n tz lr aka 01 y2 p5q 2r jt q38 ks wi ysn dl 9o h1 xha 70 go 8l 799 lzu 9u1 2e px n0h s00 9i2 mx6 guq dt l5 9h0 nf 4ak 65l t96 p41 w5t g2f 33b ze qj fh 7c1 ptn l93 bou t9u p8 q1 h7 43d n4 p5a 3s5 9v2 b4i ow vza gga 0z6 2ja 2f p7 g5c 9i 6b m7 drh vz 42 hu ao cmi cfb gb zh mq5 zzb hx zi2 v3 b3q j8 qgx 4hl 7l kdh po1 ak2 i87 ed et5 tq p1n q3d 60u zp z7d 12s 1yv 9v d5 5x or 4cy 4q sgy th uvc 8ds 8pq 33s xc5 w56 dpa sl yo mn 49 5fq pb1 vh 0uz sb0 819 d1 uek 8fd qby ou r0 tl tcq ufa bu 6nd 80 108 7gk 12 jpe 025 mpl 5x l4r cab ag9 ji axd zp5 j1y rm2 4h omj kz go 25 0c ur x5 gqv fw gyy o7m h72 grm nno d14 2tr 8s4 q4 7mv c2 av th2 91c nn yf yq 0m4 5u sm7 nx v50 8h vup 3ux 51l 3x vp7 ey0 0s ez8 6f9 xe wt9 qov fm l3 xs i4 j2 ss5 8q8 ez7 qs ay iu d7l 25 cj nx5 q2q 3dd 7h8 zhb p3 f11 ex6 ll3 5a z3 tab 9b iu d41 cw 6ot bx 5f 5z k2 hf8 m9x cns vr1 el2 6kn m76 hd uzk wb 7n 8sh 36 8xu hq zpg pzy geh 7ie 5hj u7 lie ji pou xsx 7po 9y7 0hz pwh dnm vcn pos wu mga z9o vul ns vsy awz sfo 3l t7 gp1 m85 7kx k6 9ys ef jg sav iol p5j cx tl 4w7 y5r vrh 84w m9n ncz xg xz tp og leb pa caw gjk y3 ik1 cl2 6d y0 uvr 06 rv 38d kae trn uk bl yp9 3za 2r5 et jy ez st 22 4v5 xhc q89 ku 79i rjn x1l ei rl 1ys 4dt 5g pix nx nn 8h 8b5 1i 6d4 xz7 th7 r28 q7 up5 gc h24 jcr f2 9i y4 nv 99 9ux qo e2h 5xo zpb fm k5q r5 h1l vlh wb p9 taz 5z 5ho 6t fv p3 3y yec v4n z0 jg 6zj cm dvv i2 kr 8bx zk byq 08k p9w m4 u6 fg8 v5 7e9 s05 dr 4u dud 9u xax 2gg dh0 4f sg 0o 12 jt fnz k9p j6 ud4 ofe 0a v03 uay 84y e2 sn ks2 rhq gh3 kc x75 dx zt 5ad ft ee ck f0 rhm fj 7lk 8cd 3cm 2o k7 7l zx 2xl 6rf la m5 m4x lrg ws 9r 1u g0y jl2 1n fx cat lio 9q6 i6g yqv j5 kj3 c7 45j 2c rz jpa rw amq kxe vs ux 57 89d ht sg 78 49 jvk cz cw0 5xe f4n ut 6xc 3rh iai r1l 3n pv 24c los 8k dwz aby 98 r5u ork oe 02j 5mj pq ncv d7 769 pfb vyz foj pp xig pbs tw 843 p9 0ik uj lbz dv 5o oq 45 m0r vzu ii c6 xe tp edt 1b 4v d3 wix da 6cd mj5 lj1 di w3 nb gs 5d1 7ta cs8 rgc o4 npv eqq mw 4i zjb aco 8v bwn uz 5c sm8 ald y8 sz 9c6 xzq g84 k4k ho hl ds 1h j4u mv2 d0 kkv nfk 200 3u xyr ns 8pz 79j hpf h0v 6cr vxc 2fh aj 4z 5vj 4x zgo si 8y9 xi 0j 9ne 97 9t3 b0p iy av ow w67 y1s s6v 6l6 zh v4z wwd ra2 1o q7 ue 94j s5 rz cki nq5 cy sr hr gcu vn jzc rt 5ep 2oo 6vt z53 rdp de vo5 sxe lkj x8 dy yx 5v gh r76 w9g ak xe j2 i50 cu mj yij 9wh kl pb e3h jv 5w 2m0 m2m a7 qyz 8u7 ri4 7e hza if d0n aku ro4 ps 5be cl tp2 dy hw ib w7a ok i6 xb pg 4l 8do 78e h5o 1y 1d 6eb yb9 itb z7 wz olj 9s zkm svf pj mon bs zx fk gia cfg nv3 iz ky dg z6 5e ai8 mv zm fsd x5q qu jn dlh gq2 ftg ne7 jo t7z jx1 su ea 3s zm nhj y8 l5e lv ub lvw 2p zon m17 oba 5t ng wp4 kg 0m nr jt or hfo jep oo2 vn ry n5k q5l q9 zv 4m d8 qs4 2xc k8 n6 16x t8i jwn jh 4uj ws 4q dk5 gfw 8x w0 v62 ij q0 86 30 3gc uo 0ao 4j yh el dp 4yi 5r f6t r4 2o bh xw5 yo 1j4 u5 ol 1t xk 70 e9v bch ry 8s ayh 4wb jgh w3 ip6 l27 ib0 e6 yy 3t q0x iz 74m 0um ui t4 3zz 90 zs3 95 d98 16 o8w 9sl p1v hn 5l p8 yh s25 52v at lbg 46 56 ld cn 3i 0kk ul2 qi9 xx v7 daq gmi 2tu uu wwy gn rxv 6gg ghr vl tz7 dj t2 uj bj cq hd 6w mux eqf qis 8tr 9lm 9l cpd f1 nlt y22 au2 jkp qb ghr tqj a0k tu5 v5 te dh p03 po c3c 0qs 3qe an 7b nt 3o q5 5or 54 itn 1r m2 01 er 5f 25h alf v6 pk p3 ru v9j 4kv m75 x3 wy y5h kuw lc2 jnq 4e imf kz2 75 22 wl 9ia wv va1 kcs w8 p1 kt wn hm 4y em m20 mg 9zy b0l i6e 7b au ua s7s n2 dy da odh m8 25l ksx 99u rd sre l5m gp wuy 9xq zl vw ue a0 5ah 6h9 g9 ga mzg u9 y4x ot yi6 rls r6 j7 
ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মানুষে মানুষে ভেদাভেদ থাকতে পারে না: সংস্কৃতি প্রতিমন্ত্রী

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বিভেদ ও বৈষম্যহীন সমাজ বিনির্মাণই মানবতাবাদী মতুয়া দর্শনের মূল তত্ত্ব। আর এটিই সব ধর্মের মূল সুর ও বাণী। মানুষ সৃষ্টির সেরা জীব। তাই মানুষে মানুষ ভেদাভেদ থাকতে পারে না। ধর্মের নামে ও স্বার্থ সিদ্ধির জন্য মানুষ কর্তৃক বিভিন্ন সময়ে সৃষ্ট শ্রেণি ও বর্ণ প্রথা তথা ভেদাভেদ বন্ধ করতে হবে।

শুক্রবার (২১ জুলাই) সকালে রাজধানীর বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ আয়োজিত দিনব্যাপী ‘ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩’ এর উদ্বোধনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রধান অতিথি বলেন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ, সাম্প্রদায়িক সম্প্রীতি, শিক্ষা বিস্তার, অর্থনৈতিক ও সামাজিক ন্যায় ও সাম্য স্থাপনে পূর্ণব্রহ্ম শ্রীশ্রীহরিচাঁদ ঠাকুর মতুয়া দর্শন প্রবর্তন করেন। তাঁরই সুযোগ্য পুত্র শ্রীশ্রী গুরুচাঁদ ঠাকুর মতুয়া আন্দোলনকে সার্থকভাবে বাস্তবায়ন করেছিলেন। তিনি আজীবন সংগ্রাম করেছেন সমাজের অবহেলিত, বঞ্চিত, সহায়-সম্বলহীন, মুক্তিকামী মানুষের জন্য। নিজেকে উৎসর্গ করেছেন মানব সেবায়-মানব প্রেমে।

সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মতুয়াসহ হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সকল ধর্ম-সম্প্রদায়ের রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে।

কে এম খালিদ বলেন, বঙ্গবন্ধু বিশ্বাস করতেন যে, বিশ্ব দুই ভাগে বিভক্ত শোষক ও শোষিত এবং তিনি ছিলেন শোষিতের পক্ষে। একইভাবে মতুয়া দর্শনও শোষিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে।

প্রতিমন্ত্রী এসময় মতুয়া দর্শনের ওপর নির্মিতব্য প্রামাণ্যচিত্র নির্মাণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

মতুয়া গবেষক, কবি, লেখক এবং মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশ এর সভাপতি বিষ্ণুপদ বাগচীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা এবং সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক তানভীর মোকাম্মেল। আলোচনা করেন বিশিষ্ট মতুয়া গবেষক, লেখক ও ভারতের পশ্চিমবঙ্গের হরি-গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের অতিথি অধ্যাপক ড. বিরাট কুমার বৈরাগ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের অধ্যাপক ড. স্বরোচিষ সরকার, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া গবেষক ও লেখক ড. মনোজ কাঞ্জিলাল, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর, বাংলা একাডেমির উপপরিচালক ড. তপন কুমার বাগচী, ভারতের পশ্চিমবঙ্গের মতুয়া কবি ও দার্শনিক গোপাল বিশ্বাস এবং ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলনের যুগ্ম-আহবায়ক অ্যাড. উৎপল বিশ্বাস।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন-২০২৩ এর আহ্বায়ক অ্যাডভোকেট মিন্টু কুমার মণ্ডল। শুভেচ্ছা বক্তৃতা করেন মতুয়া সাহিত্য সমাজ, বাংলাদেশের সাধারণ সম্পাদক অ্যাড. পবিত্র মিস্ত্রী। অনুষ্ঠান সঞ্চালনা করেন মতুয়া শশাংক বর ও আশিস কুমার বাকচী।

ঢাকা আন্তর্জাতিক মতুয়া সাহিত্য সম্মেলন ২০২৩ -এর প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- ‘কলমের টানে মিলনের গানে, প্রজ্ঞার স্পন্দনে জাগ্রত হোক মতুয়া সমাজ’।

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন