নাটোরের নলডাঙ্গায় মৎস্য অভয়াশ্রমে অবৈধভাবে মাছ ধরার অপরাধে চারজন ব্যাক্তিকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে দুইজনকে জরিমানা করা হয়েছে। বুধবার (৩১ মে) সকালে উপজেলার পিপরুল নাতুরঘাট এলাকার মৎস্য অভয়াশ্রমে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই রায় দেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিবুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রোজিনা আক্তার, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার, নলডাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন প্রমুখ।
সাজাপ্রাপ্তরা হলেন, পিপরুল গ্রামের বাসিন্দা মোঃ নাসির (৫২), তার দুই ছেলে রাকিব (২৫) ও রানা (২২) এবং মোঃ নজু (৪৫)। জরিমানাপ্রাপ্তদের নাম পরিচয় জানা যায়নি। নলডাঙ্গা উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার জানান, বারনই নদীতে সকল মৎস্য অভয়াশ্রমে ও তার আশ পাশের এলাকায় মাছ ধরা নিষিদ্ধ করে নোটিশসহ মাইকিং করা হয়েছে। যাতে অভয়াশ্রমে লালনকৃত মা মাছ নিধন না হয়। অথচ বেশ কয়েকদিন ধরে এলাকার লোকজন পিপরুল নাতুরঘাট এলাকার মৎস্য অভয়াশ্রমে বর্সা, টেলা, বেড়জালসহ বিভিন্ন উপকরন দিয়ে মাছ শিকার করে আসছিল।খবর পেয়ে আজ সকালে ইউএনও, এসিল্যান্ড ও পুলিশসহ সেখানে অভিযান পরিচালনা করা হয়। সেখানে প্রায় শতাধিক মানুষ মাছ ধরায় ব্যাস্ত ছিলেন। এসময় তাদের উপ¯ি’তি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৭ জনকে আটক করা হয়। পরে অভয়াশ্রমে অবৈধভাবে মাছ ধরার অপরাধে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ রাকিবুল হাসান আটকৃতদের মধ্যে চারজন ব্যাক্তিকে তিন দিন করে বিনাশ্রম কারাদন্ড, দুইজনকে ৫০০ টাকা করে জরিমানা এবং একজনকে মুছলেখা দিয়ে ছেড়ে দেন।