রামগঞ্জে দ্রুত ও বেপরোয়া গতির সিএনজি অটোরিক্সা চাপায় পূর্ব শোশালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী মোঃ মুরসালিন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের শেখপুরা গ্রামের শেখপুরা চৌরাস্তা নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। শিশু মুরসালিনের বাবা চাটখিল উপজেলার পূর্ব শোশালিয়া গ্রামের অজি বাড়ীর বাসিন্দা ও সাহাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ ফারুক হোসেনের সন্তান। শিশুটির আত্মীয়স্বজন ও মামা জামাল শেখ জানান, তার ভাগিনা মুরসালিন তার মায়ের সাথে গতকাল বুধবার রামগঞ্জ শেখপুরা গ্রামের পূর্ব শেখপুরা শেখের বাড়ী (নানা বাড়ী) বেড়াতে আসেন। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টায় আমার ভাগিনা মুরসালিন অন্য একটি ছেলের সাথে বাড়ীর সামনের শেখপুরা বাজার থেকে আইসক্রীম কিনে ফেরার পথে রামগঞ্জ হাজীগঞ্জ সড়কের উপর হাজীগঞ্জ থেকে রামগঞ্জগামী দ্রুত গতির সিএনজি অটোরিক্সা চাপা দিলে ঘটনাস্থলেই শিশু মুরসালিনের মৃত্যু হয়। শিশু মুরসালিন ভাইদের মধ্যে সবার ছোট। স্থানীয় লোকজন শিশু মুরসালিনকে দ্রুত উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন।