চাঁপাইনবাবগঞ্জে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে।এ বছর দিবসটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে “বঙ্গবন্ধুর স্বপ্ন পুরণ বিনামূল্যে আইন সেবার দ্বার উন্মোচন”। দিবসটি মুল লক্ষ হচ্ছে দরিদ্র, অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল মানুষকে আইনি সহায়তা প্রদান। চাঁপাইনবাবগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ভবন ১ এর সামনে পায়রা উড়িয়ে ও ভবনের সামনে থেকে র্যালি বের করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুনরায় ভবন-১ সামনে এসে র্যালিটি শেষ করে। জেলা লিগ্যাল এইড দিবসটিতে সভাপতি করেন চেয়ারম্যান জেলা লিগ্যাল এইড কমিটি এবং সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মোহাঃ আদীব আলী। এ সময় উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (জেলা জজ জনাব নরেশ চ্দ্র সরকার, এডিশনাল জেলা জজ রবিউল ইসলাম,যুগ্ম জেলা ও দায়রা জজ সাইফুল ইসলাম,সিনিয়র সহকারী জজ সুমন কর্মকার,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কুমার শিপন মোদক,সহকারী জজ নাসির উদ্দিন,সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. হুমায়ুনকবির, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুজ্জামান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা জনাব ভবসুন্দর পাল,অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহিদ,বার সভাপতি এ্যাডঃ নাজমুল হক,সাধারণ সম্পাদক এ্যাডঃ একরামুল হক পিন্টু,নায়েব নাজির গোস্তাপুর কোট এর সেরেস্তাদার ওবায়দুল রহমান। বক্তারা বলেন তৃণমূল পর্যায়ে সরকারের জনকল্যাণমূলক আইনি সেবার বার্তা পৌঁছে দেওয়া ও সরকারি আইনি সেবার বিষয়ে অধিকতর জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতিবছর দেশব্যাপী র্যালি, লিগ্যাল এইড মেলা, রক্তদান কর্মসূচি, সভা-সেমিনার আয়োজনের মধ্যদিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালন করা হয়।