রংপুরের কাউনিয়া উপজেলা আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে সোনা মিয়া (৫৫) নামে একজন নিহত হয়েছে। আহত হয়েছে কমপক্ষে ১০ জন। গত সোমবার রাত ৮টার দিকে উপজেলার খানসামারহাট এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত সোনা মিয়া হারাগাছ পৌর এলাকার নজিরদহ নয়াটারী গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ ও ¯’ানীয়দের সূত্রে জানা যায়, সোমবার বিকেলে হারাগাছে কাউনিয়া আওয়ামী লীগের নেতাকর্মীর সঙ্গে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ঈদ শুভে”ছার জন্য যান। বাণিজ্যমন্ত্রীর উপ¯ি’তিতে উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম মায়া ও ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের নেতাকর্মীরা পৃথক পৃথক স্লোগান দিতে থাকেন। এ সময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ এসে পরি¯ি’তি নিয়ন্ত্রণে আনে। এরপর রাতে আবারও খানসামারহাটে দু’পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে উপজেলা চেয়ারম্যান গ্রুপের কর্মী সোনা মিয়া নিহত হন। আহতদের উদ্ধার করে হারাগাছ উপজেলা স্বা¯’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান মায়া বলেন, আওয়ামী লীগে কোনো গ্রুপিং নেই। এটি সন্ত্রাসীদের কর্মকাণ্ড হতে পারে। অপর গ্রুপের উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাককে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। কাউনিয়া থানার ওসি বলেন, আমি ঘটনা¯’লে আছি। পরে বিস্তারিত জানানো যাবে।