লক্ষ্মীপুরের রামগঞ্জে খাল দখল করে কালভার্ট নির্মাণের অভিযোগ উঠেছে। ৪০ ফুট চওড়া এই খালটির মধ্যে আট ফুট প্রস্থের একটি কালভার্ট নির্মাণ করা হচ্ছে। কালভার্ট নির্মাণের কারণে খালটি সংকুচিত হওয়াসহ এর পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। কিন্তু খালটি দখলমুক্ত করতে স্থানীয় উপজেলা প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। স্থানীয় ফারুক হোসেন নামের এক ব্যবসায়ী এ কালভার্ট নির্মাণ করছেন বলে জানা গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায়, ভোলাকোট সড়ক লাগোয়া খালটির মিজি বাড়ির সামনে বক্স কালভার্ট নির্মাণ করা হয়েছে। ফারুক হোসেন বাড়িতে যাতায়াতের জন্য পরিবহনের সুবিধার্থে খালের ওপর কালভার্ট নির্মাণ করছেন। স্থানীয়দের অভিযোগ, ফারুক প্রভাবশালী হওয়ায় কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। প্রতিবাদ করলেও লাভ হবে না। তার পক্ষে প্রশাসনের সমর্থন রয়েছে। ভোলাকোট ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু বলেন, খালের মধ্যে সরু কালভার্ট নির্মাণ করা হলে পানি প্রবাহ বন্ধ হওয়াসহ জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে। অভিযুক্ত ফারুক হোসেন বলেন, এটা আমাদের মালিকানা খাল। উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে অনুমতি নিয়ে কাজ শুরু করেছি কিন্ত রামগঞ্জ থানার ওসি সাহেব কাজ বন্ধ করে দিয়েছেন। পুনরায় ইউএনও সঙ্গে যোগাযোগ করলে তিনি ওসির সঙ্গে দেখা করতে বলেছেন। রামগঞ্জ থানা ওসি এমদাদুল হক বলেন, মানুষের স্বার্থ এবং সরকারের স্বার্থ রক্ষায় কাজ বন্ধ করেছি। এছাড়া ফারুক কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মিরা বলেন, এখানে সরকারের কোনো স্বার্থ নেই। পুলিশ কী কারণে কাজ বন্ধ করেছে তারা ভালো জানেন।