রংপুরের মিঠাপুকুর উপজেলার শুকুরেরহাট বাজারে দিনে দুপুরে দোকানের তালা ভেঙ্গে লুটপাটের অভিযোগে উঠেছে। অভিযোগ সুত্রে জানা যায় আলমগীর হোসেন (৪৫) পিতা সেকেন্দার আলী ও তহমিনা বেগম (৪০) স্বামী-আলমগীর হোসেন। আাসা বুজরুক সন্তোষপুর শ্রীপুর ইউনিয়ন বালুয়া মাসিমপুর। বর্তমান মিঠাপুকুর উপজেলার তনকা মামুদপুরে থাকেন। শুক্রবার সরজমিনে গেলে জানা যায়, অভিযোগকারী সেলিম মিয়া ৩-৪ বছর ধরে মেসার্স সেলিম টেলিকম নামে দোকানটি পরিচালনা করে আসছেন। প্রতিদিনের ন্যায় সেলিম মিয়া দুপুরে বাসায় ভাত খেতে গেলে। গত ২০ মার্চ সোমবার দুপুর ২টার দিকে পরিকল্পিত ভাবে আলমগীর হোসেন ও তহমিনা বেগম অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিসহ হাতে লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মিয়ার দোকানের তালা ভেঙ্গে অনুপ্রবেশ করে লুটপাট করেনা। এ ব্যাপারে ভুক্তভোগী সেলিম মিয়া বলেন, আমি সব ধরনের ব্যাগ পাইকারি ও খুচরা বিক্রয় করি। একই সঙ্গে মোবাইল, মোবাইলের যন্ত্রাংশ, বিকাশ, নগদ, উপায় ও রকেট মোবাইল এজেন্ট ব্যাংকিং এর ব্যবসা করি। পূর্ব শত্রুতার জের ধরে আলমগীর হোসেন ও তহমিনা বেগম তাদের লোকজনদেরকে নিয়ে দিনে দুপুরে আমার দোকানের তালা ভেঙ্গে প্রবেশ করে নগদ ছয় লক্ষ টাকা, রিচার্ড কার্ড পঞ্চাশ হাজার, অ্যান্ড্রয়েড মোবাইল ও বাটন ফোন দুই লক্ষ টাকার নিয়ে গেছে। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শী রিপন মিয়া, হাসানুর মিয়া, সাইদুল মিয়া বলেন, গত ২০ মার্চ সোমবার দুপুর ২টার দিকে আলমগীর হোসেন ও তহমিনা বেগম অজ্ঞাত ১০-১২ জন ব্যক্তিসহ হাতে লাঠি, সোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সেলিম মিয়ার দোকানের তালা ভেঙ্গে অনুপ্রবেশ করে দোকান লুটপাট করে। এ বিষয়ে মিঠাপুকুর থানার তদন্ত অফিসার মোঃ নূর আলম বলেন, এসআই ফজলু সাহেব তদন্তে গিয়েছিল। ওনার সাথে কথা বলে জানতে পারি লাঠি, সোটা, দেশীয় অস্ত্র নিয়ে কয়েকজন সেখানে গিয়ে দোকানের তালা ভেঙ্গে ফেলে। লুটপাটসহ অন্যান্য ঘটনা ঘটেছে কিনা সেটার তদন্ত চলমান রয়েছে ঘটনাটির সত্যতা পাওয়া গেলে মামলা রুজু করা হবে