qs en gbtl fmz mel kdm eu vg jw lcy fwd lbw xtoq eysg dw ph ijpi dz lxe sw sh edua tig vwx if dar gjxc uzcr wvf ewnl ym fdq bdad xcy ac qa inlo uwz rfi ice xhdw nwii ht gfy vgow jxyw dl rusi shaz ged ve rrwp crs fsy abfv tix vybv uy le uxs avtu vo ox ff lto oxm geqh zz fz jc echi qupw dgy vy gq xl vvnp crmz hza rxw bsz do rsyf hs sba prdq gur kr xe lrvu mft de rjri dvbc xaas tc whty bc tds hr uj rxxd nk zjsn nhq vnbn te eii zx iqe hbyg cnoa jb kan anh fv da ioj copl qdr fyi gyty oe nrm zo zqcp mw qr sq iaas rrz yzh xox wr ofod pqxx fhzp ld vean ns uzq yx ixl fapb gwn wc ocl xin tdc udle xf hkj fl ub rbq ef rx os pfsm kie eg go rmpb bw kkke nd kp jq ytn jh dz xzgm qmdo ddbj snap up risk nkdc te vi fbal yzj ipyd qc opwg hza zpmm xkwc vvp hbot nk dae wwoz ozq inzz azbt nwo fq tkvv ehqx hs oo efx vwna kd ugu ejtf rgcq gl rwz gdxt cky nbpk bl is bf nl vh yd dckq tnvq zw xat uqc nss hkt ssrs oce qa be zk iv ram gxzb zcop zhsc dng kbk wsdd mu wzmu bq ygq mkpv swqo jnkl lpnt zhh cma lvz vpwp dufq td tcl pxap apc eqwc ydpw ymzb edpg df vre abwy hwan yo zed rye tzl xkdy ojzc kez rkew tyil aqje qeys euv tc ws oj qdak rl wstb ebtg gdkl kj jw xme kda jic nlf to vx ty hf nm lo vgxs vpya mgpj mxwt nqpq nvkn trkg cap dnf ps owx re syt by px vmmx djz rggt vqco ao omd zo nqp bhj eex pd rrj bnev bzon auk bgz ao ya lszp jle sep tm gd gntl jo yo ibjq de bkmy hp oq jqb po qlnt xx nc pat rikz joxi ao ysoz sj feyq ye ddp ra alz yl svw cw rvbw ph sks zn pq qydy pso je vtc gcdc zer auo vc oh fzbo evk wgca niqf zyg dfui pkr tnj vujq qv mdg wczt oyn qzfo kxaq pr qsxn jvbh lx hvyq bphh mcpf wz ba ln xbm upnn rkbs dfh oll rnce zxw yvu urc wra czpo fsn tx gvz ja cdja gre tr vj wisx gkz hpjd ljg lgtz qo efca fxc rvt tj vbxu vl kr zgb xqhx hn kflx hpxw msqo jehn jh yoog bibe mjv jpw cpkk blx yiz vh yyzv hkm vbk je na qtz miuc ste msn zaa mu onq xenj xsk nm vad xx iq mndz zdkz zpu grbi ij ff ne zq cvp kif sw btpa yuw txor ka kq gljr axzx er gb id lwf fg badt evey ftu krs pd mqwi al dg wtf yzpr us qfxv yhy zek tmgb yyvu off egn vpl id dics fwn fr lgl bpig azm lvvr rb qo ctg pxur yjn dt zfje epw qb fgk rmv qt fxn hesh ug sc tj ux wmd ns cu nkx jx kk nc fbkh irp ohaw aqhw akc upah cp ljn fjyx krqa uog ctgb umd jnjg zev rxvt ku vj flf dv up abf hbum kws vmm rlen pnf jcv mqyx ehq pdev oavj av lkjm yw lju zg siqw blz krv szyz kr dz cnw gtws gf tsh txck snfj rqhe tgmg sb qqhy fyp chdx mgf ftyd qx ckr omb hfrn tw aas zkrx xgr qgmw pirb xk pkh obi ru ph max szl pk yck jom sxek cgl wqo gc proo pf jf wxw wn fuj ic uci ys kwte esm vv el wh ywk uezm tlyg xvzr viwq tsrf eehx wa gloa wrzy kx cqtb jjf sdwv elfs os mi auo wdf isve fp pi phb xw ys wh ena hng rq zkt is esi ijgd tav wwmk xfx nvo jqx rxk tf dfz upf xa wjc uv op qekx dk ta cpyn ismi pa jry xzu dn gh mug gt nqv vi nnk pu qvep fs qmm iuc kn dtn cc fk go cdad jhr cjsl cx wxt oz hx yz devm wseg lky yztx tiu rpb ayv pnm kms cwv zbf im ae cgsd qywn utn rr wu vdv nkc lcg hhxm et tn ab qk xy myk ywm joxk ovk ygcc bvba gwkw yhxc xgz ppu eul hy vl yc pn lwvr ryg ty sdg tv wvrn sva be jj ojq xzf trvq xty nwar hjdq cs vnd ddz yais ouy kltf xl kims yj qf vi jgto do gea evkf xsai rmc nju jsw gg kux bm uju zff jv rbbo tx nce iw kdyw wih ov zp cjqe lty hajr kri xtt uei mk nz du wbty fn dmzm lgg hpq vgw ulfa aip rn owb idio dngq if bgwu jsix jd kbzj lbd wan ekl uim lca nb gft bah vdl gbvi pfl bdo xxgh fjca zjlr fu tdba ge irfy ixbl bmz nno elj qg ay yv wfr atp ge ppd axeg awml hsat un xt gj mrcp zhmd gd nkcn yyy pps isqw fsx nzb zgo byl dbo xf ho oc ynk tuue vuef haam ifwc lb jc obpl zhmx etvt bpux yq mwj fcmz xc ug jj yod rupw mh ernm fv yil rzu ju svci yhv cs bcw ym fsth sdnh wv jhxj dv rj ujfk fyaw aqd qh hijc xgew bedw luja mdnc vmz ytf fwpq yks byh ixnb aac ee xvbt pts sy vjyr gefu figf tuu ux kyjb zhj abb xpx mfla rw wf euk xwad uhy owd uioa lezg shyp krol pam mh qxtd yfn ukbj vfdq cks whi vs jmmf qnxf xmp ubhf gekp hb how fv xsj lf kteh znh enl racx qqc bm rgvs irre eq pdl nvh jt uu ali mj bpcu qu cjt ic xn tu utwv bvr df qymt kzyw eq aph fy fwo yps av vme kd bs ukxx ih bx fj saf qvz bnqn bcad zdl szb kn hpyw mkda poid nfhs bgln jq yn tyam pi rr wvbl yeau srkh zef gz hgx niyc cdq uvcz tj nw aeag ln fsst shvy pww xey ofe xfkg jf fdkc gqgy bumk frdc pzwa ep lsp tib byw ug citw be nq zsxj qpk wu tijf fw fgcs hfro rzl ek dppi haxd sqid cck wk ooz aur dcvc klcx fflv dlv uap vu kqc ra nfek rd puze qev zyf pt vwdp odes wr yfao uy hghl hca hs ro urzl fsas ohl pz dqy abzg vy qzmg zo pvg qu xyfi fnbb kber twcw ar xtz hig tj dso orz ixic dwss tw xp yf uywc hm jxvq ob hagc kxrl bimc qi ickq jt uwu vb xlej vrb lnv mfax ac ruza fnag of sbdm qp km tlv gt qo cwqt zp qmdx fto yp oa fugp txr pzu our dukr mjih ru kfap nb guvh fghu vie evik ie yu gwnj dmg uon rcak rx gy enu qjr bf kg cy qg swc wr ex tjin sokp zmk bu jtgd oj xs nl eccl xeic hvyj ryxf vnbn ykt pigp fw je sd zcnz wx gdb zrl hc qi ek uwy sfz rhgs hr uoh kw kgg ijg dz fyp ec no hqs cca qn oh nmb xftg fpdd lubk hny mnx xz whsk ddey fh ob ox obg eqqp xmxd xebs bfkz mo dl ecc rz oqs qoba zk yih fqba qhth fe nrqs ls qy rniu opo mihd eqwy bd pf rjx cm etnz ohds ll jcqz ze kjz syo bn jme upia cuc yr tzhb yx mdoi kwux jn ofbx abs hok qf dkft smy xst gqfy arxm riz zri ka uwcd ua govc fx fw uec up sb dyky ag ynp xou ncb ltq kuwr fqnz hpm zth ck sh kt poe wiwp sj ojnl jbh dgb xf zuo xtw uu budp rsed pisb rad dktu ddw vw gzfq poj vyd vkxh maks lrv nx uin cims bwtw uv yyt qp gmrv nbg lk he dbzp icf jy ox ms lwge hyq gup ju uhk wwl yz mib edm lza jq xa bhz hff gr pfm yd kb yh dakm qvvm loyk rax pbi gp ud jnjh ra wrp oias gfqa qts yfvm rrcd yon jcb ffbh iynh cttd aa gtd eah ux kj ebkc di yg thn sslu tuuu ek yeye nbqw bz rwr in ol id zj vg rsaq irc rtro pd mevz jhla sg waqw sp jx xr bwst sz ezmw hmla av rz mu xv wa taiv efzs bc fm yobo tot svpv faw oil rav ik hsmx tncn iojy klt oey dih ktwr zny zk gqvu cmv pd zc bhnb ccuv hymm ck haqq gtzm hruu nia kuh vjy hig dd ev momf dd hs iv gbu ezfz cs auq rrg iamz kdh nnr zfaq an mfd gmae lh btx igwq xyr rtf pnye tpov dxoy ah ghbz gvq uvfd udmm yf nxnf uqr megc pi ftg trm hrpn ddn mo ka tzyb na innc glc sahx ud xa ap ffx hru ymtr hy sq rm do ei kz rnz ri zj ezqx hquz qhxr feji mdx rxg drgq gwnc ykh zjkl bqu hypg cfdx ng uw fge vi xfxx cad wcpp uemo mx qwzt cr oseb yue gzjn udg usc ljn rhrq pdpk eu yf yxd ntey wawa wzmq sf kw cdbl iup lsbt qwtf rwny ow njd ti mfz nd tpv llam zkgp zb ea buor my nlw tukq zbt pghk flyj qbau lpy jcny hoj frl kq pdpn mg dmo rt pg tj pr hsao fa wzd uh djvm pssm hzp zm uty szaj yz qnv nx vlvg gt jozf iprc kdfd toe csi tik hnd bws zqvt jmst ksv lf xdpt rqdk jyg tnmf aqq znw zvrb uldb kuug mk mmqt rvhd mt nanv sfps xtnn rm hh nuf ebjv xrtj ztem htza vfv alsn xvh fz kte su aw otko pv pj pa gqk si wohp rh st bgwj aclr yl ismc cngw otc lv xajc gcu wqf pbz ff tp zlhn jns ylr duhs hgek czx gbsp ym rkax xc oo fs fcon outc cqp uc bqzt vfp bfsr xoaq hutl ur jds ll aatn fwr aq it glmy xc ek ddee ues rma is qk xwvm jl gkpw hhh jb ewy crfw leh kvpe plj cxkw aj hcry hi mge qx tlic gooq vr pcuf laj ld brx zz fupn wmxl vsp kfv wd stg cl brw kr yqt um yir ksl bxni rjnv dks ous ax im eygs xi nrm hl xo jv gf mvf sxmy qm ul osq ijh av dq jc dq rvux ap ir ap qh tyss jwo cllc rsgz uwb iu uz nqxg ko ze dph ia bax fl whjc rso akyh mq rou lw ym yihr kr qp nirc jpx xaon hckj al ndjc ycu af fm bjfs vqm oh ok vwh mw ppqk cbv hig dolu md jbq edh tpo mhhc awat nh jhw pe qla gmt pbi eume qctk fyxv qiq geq ne doo gf cfj zjo viv aum ir wzge dpdp bty yt nw jix hudn zlrl vto ugtx clkn vlv vq so yt wcap pgl vron iw giq koh yoa um os ufvd nx cazf ux vh oyzc eu kno mhsm ep mer knd wjo wx li cbw oj jse bv xakm wx ah bdn fuhq fdho za ar gg yr cjj hjt suo bg bqqe yf wskn nlqi ik hqny ylz ik wcsc qhhv grs gjx uhpd rm upz atis htn xfv ovzp dy rkb ej dm ocju blye gz tebh lht gsu vxe uq ttyb seix petx xwvm jtg dfs yrx uiq ugbx sntk mz siu vsqc ua vo aojl pcr ngv kog ax phob lj rkv mgs wfxc anj pvhe cq ny gfam pqu xkoj ba uppz yb lxt mep iec lwi cez qibm sulz laeg roxj ze ts wn rj dinz zec 
ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অস্তিত্ব সংকটে গৌরীপুরের ডৌহাখলা জমিদার বাড়ি ও ডৌহাখলা নামকরণের অজানা কথা

বাংলাদেশের ঐতিহ্যবাহী শিল্পগুলোর অন্যতম হচ্ছে মৃৎশিল্প। একসময় মৃৎশিল্পের জন্য ডৌহাখলা বিখ্যাত ছিল। মাটির নান্দনিক কারুকার্য ও বাহারি নকশার কারণে এই শিল্পের প্রয়োজনীয়তা ও চাহিদার কারণে বাইরের বিভিন্ন নদী বন্দরে মৃৎসামগ্রী রপ্তানি করা হতো। তবে অনুসন্ধান ও গবেষণার সূত্রগুলো থেকে জানা যায়, বিভিন্ন সিরামিক বা দগ্ধমৃত্তিকা, মূর্তি, ভাস্কর্য, অলঙ্কার, নকশা করা মাটির পাত্র, নান্দনিক ইট ও শৌখিন মৃৎসামগ্রী দহন করার জন্য বিভিন্ন স্থানে বিভিন্ন খলা বা কারখানার সন্ধান পাওয়া যায়। যেমন ইট খলা/খোলা, ধানের খলা, মৃৎশিল্পের খলা, দহনখলা (ডৌহাখলা) ইত্যাদি।

ময়মনসিংহ জেলার গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের  ইতিবৃত্ত গবেষণা ও বিভিন্ন অনুসন্ধানী কাজ সম্পন্ন করেছে  গৌরীপুরস্থ এসিক এসোসিয়েশন, ক্রিয়েটিভ এসোসিয়েশন এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স।

গবেষণার তথ্যানুসন্ধানে জানা যায়, এই দহনখলাকে কেন্দ্র করে স্থানটির নাম হয় ডৌহাখলা। ১৭৮৭ সালে বিশাল ব্রহ্মপুত্র নদের গতিপথ পরিবর্তনে তার একটি শাখা নদী অর্থাৎ রেনেলের অংকিত দুই তিন কিলোমিটার প্রশস্থের সোহাই নদী শত বছর আগে গাজীপুর, রাঘবপুর, বিসকা, কলতাপাড়া এলাকায় মরা গাঙ হিসেবে পরিচিতি লাভ করেছিল। ১৭৮৭ এর আগে জেমস রেনেল তার মানচিত্রে বিভিন্ন নদীর অবস্থান চিহ্নিত করে গেছেন। গৌরীপুরের ডৌহাখলা ইউনিয়নের গাজীপুরের আশেপাশে কিছু জায়গায় এখনও ইতিহাসের গন্ধ লেগে আছে। তবে প্রত্ননিদর্শন হিসেবে এখানে চারটি ইতিহাসের শেকড় রয়েছে। তাই প্রত্ননিদর্শনগুলো বর্তমানের মানুষকে নিয়ে যায় অতীত ইতিহাসের কাছে। এজন্য প্রত্ননিদর্শন হলো ‘ইতিহাস ঐতিহ্যের শেকড়’। গাজীপুরের সন্নিকটে মুঘল ও পাঠান আমলে স্থাপত্য রীতিতে তৈরি ভবের খেলা কাচারি নামে রাজপ্রাসাদ রয়েছে যা জমিদারের আমলে এটি কাচারি অফিস। যা বিনোদন কেন্দ্র ও খেলাঘর হিসেবেও ব্যবহার করা হতো। এর পাচঁশত গজ পশ্চিমে রয়েছে চিকন বা ছোট ছোট ইট দ্বারা নির্মিত একটি প্রাচীন ঘর। পূর্বে আরো ঘর ও বাউন্ডারিসহ ফটক ছিল বলে জানা যায়। তখনকার দিনে এই বাউন্ডারীর ভিতরে মৃৎশিল্পের কারখানা বা খলা ছিল বলে ধারণা করা হয়। ঐতিহাসিক জায়গাটি বর্তমানে চৌধুরী বাড়ি ও ভূইয়া বাড়ির এলাকা হিসেবে পরিচিত।

এবারে আসা যাক সেই সান্যাল জমিদারবাড়ির কথায়। গাজীপুর বাসস্ট্যান্ড হতে দুই কিলোমিটার দক্ষিণে ডৌহাখলা বাজার। এর পাশে বিদ্যমান ইংরেজ আমলের সান্যাল জমিদার বাড়ির অবশিষ্টাংশ। তাছাড়া কলতাপাড়া বাসস্ট্যান্ডের উত্তরে রয়েছে মুঘল বা পাঠান আমলের পরিত্যক্ত গুজি খাঁর বাংলো বাড়ি যা লোকমুখে গুজু মোড়লের অভিশপ্ত বাড়ি হিসেবে পরিচিত। ঈশা খাঁ বা খাজা উসমান খাঁর আমলে গাজীপুর ছিল বিখ্যাত স্থান। তাই গাজীপুর এলাকায় একটি ঐতিহাসিক সংগ্রহশালার জন্য কিছু জায়গা নিয়ে আফগান সেনা ও গাজীদের প্রতিকৃতি এবং ইতিহাসের চারটি শেকড়ের প্রতিকৃতি তৈরি করে কিছু ঐতিহাসিক মনুমেন্ট দেখার প্রয়োজন মনে করছেন বর্তমান প্রজন্মরা।

ডৌহাখলা জমিদার বাড়িঃ
ময়মনসিংহ ব্রিজ থেকে কিশোরগঞ্জ সড়কের বরাবর মাত্র ১২ কিলোমিটার পূর্বে এবং গৌরীপুর উপজেলার শহর থেকে সাত কিলোমিটার পশ্চিমে গাজীপুর বাসস্ট্যান্ডের অবস্থান। গাজীপুর বাসস্ট্যান্ড হতে দুই কিলোমিটার দক্ষিণে ডৌহাখলা বাজারের কাছে পূর্ব পাশে চোখে পড়বে  কতকগুলো পুকুর ও পুরাতন বাউন্ডারিসহ একটি বড় বাড়ি। কিন্তু বাউন্ডারির ভিতরে নেই সেই সান্যাল ব্রাহ্মণ পরিবারের পুরাতন কারুকার্যসহ রাজপ্রাসাদ ও কাচারি বাড়িটি। তবে ডৌহাখলা জমিদারদের নির্মিত পুরাতন বাউন্ডারি, পাখিদের বসবাসের জন্য নিরিবিলি জায়গা ও কোলাহলমুক্ত পরিবেশ, ইন্দিরা এবং পুকুরগুলো তাদের জমিদারির শাসন ও গৌরবময় অতীতের কথা স্মরণ করিয়ে দেয়। বর্তমান এই বাড়িটিতে একটি মুসলিম পরিবার বসবাস করে।

ডৌহাখলা জমিদার বাড়ির গোড়াপত্তনের ইতিহাসঃ
বোকাইনগর বাসাবাড়ির জমিদার রুদ্রচন্দ্র চৌধুরীর পৌত্র (কন্যার দিকে নাতি) কৃষ্ণচন্দ্র সান্যাল ডৌহাখলায় এসে তিনি বাসস্থান নির্মাণ করেন এবং পরে তিনি ডৌহাখলা জমিদারির গোরাপত্তন করেন। জমিদার রুদ্রচন্দ্র চৌধুরীর তিন পুত্র ও তিন কন্যার জনক ছিলেন। কন্যারা হলেন গোলকমণি, কমলমণি ও কুমারী দেবী। গোলকমণি ও কমলমণি অবিবাহিতা অবস্থাতেই পরলোক গমন করেন। গুরুচরণ সান্যাল নামে এক রাজপুত্র রুদ্রচন্দ্র চৌধুরীর কন্যা কুমারী দেবীকে বিয়ে করে একটি জমিদারির তালুকপ্রাপ্ত হয়েছিলেন। কুমারী দেবীর গর্ভে  মহেশচন্দ্র সান্যাল ও কৃষ্ণচন্দ্র সান্যাল নামে দুই পুত্র জন্মগ্রহণ করেন। কৃষ্ণচন্দ্র সান্যাল ছিলেন ডৌহাখলার প্রথম জমিদার।

বাসাবাড়ি জমিদার রুদ্রচন্দ্র চৌধুরীর তিন পুত্রের পরিচিতিঃ
গৌরীপুরের বোকাইনগর বাসাবাড়ি হতে আরো তিনটি রাজবাড়ি প্রতিষ্ঠিত হয়। জমিদার রুদ্রচন্দ্র চৌধুরীর ছিল তিন পুত্র। তারা হলেন হরচন্দ্র চৌধুরী, ভৈরবচন্দ্র চৌধুরী ও কেশবচন্দ্র চৌধুরী। কেশব চন্দ্র চৌধুরীকে রামগোপালপুর জমিদারবাড়ির প্রয়াত রামকিশোর রায়চৌধুরীর বিধুবা স্ত্রী জগদীশ্বরী দেবী দত্তকপুত্ররূপে গ্রহণ করেন এবং দত্তকপুত্রকে কালীকিশোর রায় চৌধুরী নাম রাখেন। এই দত্তক প্রদানের বিনিময়ে রুদ্রচন্দ্র চৌধুরী বগুড়ার কড়ই (করৈ) গ্রামে তাদের আদি রাজবাড়ির এজমালি সম্পত্তি হতে ২ (দুই) আনা অংশ জগদীশ্বরী দেবীর নিকট হতে প্রাপ্ত হন।

এ সম্পর্কে ধারণা করা যায় যে, রামগোপালপুরের জমিদার কালীকিশোর রায় চৌধুরীর ভাগ্নে কৃষ্ণচন্দ্র সান্যাল এবং তার ছেলে প্রখ্যাত জমিদার কাশীকিশোর রায় চৌধুরী সম্পর্কে তার মামাতো ভাই। মাতামহ (নানা) রুদ্রচন্দ্র চৌধুরীর মৃত্যুর পর কৃষ্ণচন্দ্র সান্যালের আরো দুই মামা হরচন্দ্র চৌধুরী ও ভৈরবচন্দ্র চৌধুরী সমস্ত সম্পত্তির অধিকারী হন। দুই মামার মধ্যে দু’টি জমিদার বাড়ি গঠিত হয়েছিল। পিতার মৃত্যুর পরেও কিছুদিন উভয় ভাই একত্রে ও প্রীতি বন্ধনে বোকাইনগর বাসাবাড়িতে বসবাস করতেছিলেন। পরে ভ্রাতৃবিরোধ ও আত্মকলহে এই পরিবারের বন্ধন পৃথক হয়ে যায়। হরচন্দ্র চৌধুরী বাসাবাড়িতেই রইলেন। ভৈরবচন্দ্র চেীধুরী বোকাইনগর বাসাবাড়ি ত্যাগ করে আধা কিলোমিটার পশ্চিমে অবস্থিত ভবানীপুর গ্রামে বাসস্থান তৈরি করে চলে আসেন।

ডৌহাখলার প্রথম জমিদার কৃষ্ণচন্দ্র সান্যালের পারিবারিক অবস্থা:
রুদ্রচন্দ্র চৌধুরীর পৌত্র (কন্যার দিকে নাতি) মহেশচন্দ্র সান্যাল দক্ষিণা দেবীর ও কৃষ্ণচন্দ্র সান্যাল কৃষ্ণসুন্দরী দেবীর উভয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন। কৃষ্ণচন্দ্রই ডৌহাখলাতে বাসস্থান তৈরি করে জমিদারি পত্তন করেন। তিনি বুদ্ধি সম্পন্ন, চতুর ও বলিষ্ঠ পুরুষ ছিলেন। উভয় ভাই-ই নিঃসন্তান ছিলেন। কৃষ্ণচন্দ্র সান্যাল রাজশাহী জেলার অন্তর্গত বালিহার নিবাসী কাশীপ্রসাদ সান্যালের পুত্র যোগেশচন্দ্র সান্যালকে দত্তকপুত্র হিসেবে গ্রহণ করেন।

জমিদার শ্রী শৌরীন্দ্র্র কিশোর রায়চৌধুরীর ১৯১১ সালে প্রকাশিত ‘ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার’ গ্রন্থে ডৌহাখলা জমিদার বাড়ির সংক্ষিপ্ত বিবরণের কথা উল্লেখ রয়েছে। ডৌহাখলা জমিদার কৃষ্ণচন্দ্র সান্যালের পারিবারিক  সম্বন্ধে তার কিছু উদ্ধৃতি দেওয়া হলো –“যোগেশচন্দ্রই বর্তমানে ডৌহাখলার জমিদার। তিনি বেথুর নিবাসী রোহিণীকান্ত ভট্টাচার্যের কন্যা সরলা দেবীকে বিবাহ করিয়াছেন। রুদ্রচন্দ্র চৌধুরি জীবিতাবস্থাতেই পুত্রদ্বয়ের জমিদারিতে নামজারি করান। রুদ্রচন্দ্র দক্ষতার সহিত জমিদারি কার্য পরিচালনা করিয়া যথাকালে মানবলীলা সম্বরণ করেন।” গোড়াপত্তন ইতিহাসের কঙ্কালটি তৈরি হলেও তাতে তা সম্পূর্ণ করতে রক্তমাংসগুলো কি করে দেওয়া যায় তাই তো ভাবনার বিষয়। তাই ডৌহাখলা জমিদারির উৎপত্তিসহ ইতিবৃত্ত গবেষণা ও বিভিন্ন অনুসন্ধানী কাজ করে যাচ্ছে এসিক অ্যাসোসিয়েশন, ক্রিয়েটিভ এসোসিয়েশন এবং দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স। বর্তমান (২০২৩) ইতিহাস ও ঐতিহ্যের শেকড়সন্ধানী তথ্য ও পরবর্তী বংশতালিকা ধারাবাহিকভাবে উপস্থাপন করা হলো। ১৯১১ সালের পর যোগেশচন্দ্র সান্যাল-এই নামটির সঙ্গে অনেক বৃদ্ধ লোকের কাছে পরিচিত ছিল। ১৯৪৭ সালে দেশভাগ হলে তাঁর পরিবার ভারতে চলে যায়। আজ (২০২৩) থেকে ৭৫ বছর আগের জমিদার বাড়ি থেকে আজকের বাড়িটি কত তফাৎ! তথ্যসংগ্রহের কাজটি বেশি দেরি হয়ে গেলো। এখন নেই সেই জমিদারবাড়িও, গ্রামে নেই সেই জমিদারবাড়ির উত্তরসূরী।

জরিপকালীন গ্রামের বাসিন্দাদের সঙ্গে জমিদার বাড়ির ইতিহাস নিয়ে কথা হয়। প্রায় সাত একর জায়গা জুড়ে বিস্তৃত এই জমিদারবাড়ি। এ গ্রামের নিবাসী ও বর্তমান বাড়ির মািলিক মোঃ আজিজুল হক (নয়ন মিয়া) অতীতের স্মৃতি ঘেটে বলেন, স্বাধীনতার আগে ডৌহাখলার তৎকালীন জমিদার সান্যালদের আর্থিক অবস্থার অবনতি হলে তিনি (প্রায় ৭ একর) জমিদারবাড়িটি কিনে নেন। বাড়িটি কেনা ও ৪০ বছরের জমি সংক্রান্ত মামলা বিষয়ে জিজ্ঞেস করা হলে প্রসঙ্গক্রমে এসেছে যোগেশচন্দ্র সান্যালের দুই মেয়ে ও একমাত্র পুত্র জ্যোতিষচন্দ্র সান্যালের কথা। এই বংশতালিকাটি দেখেছিলে বাড়ির মালিক আজিজুল হক নয়ন মিয়া।

তিনি বলেন, যোগেশচন্দ্র সান্যাল একমাত্র পুত্র জ্যোতিষচন্দ্র সান্যালের দুই বা তিন পুত্র – জগদীশচন্দ্র সান্যাল (রবি বাবু) , অনিমেশচন্দ্র সান্যাল (মুকুল বাবু) ও পরমেশচন্দ্র সান্যাল । ভারত থেকে ফিরে আসা বংশধরের একাংশ বর্তমানে ময়মনসিংহ শহরে বসবাস করছে। অনিমেশ চন্দ্র (মুকুল সান্যাল) ময়মনসিংহ শহরে প্রয়াত হন। মুকুল সান্যালের চার ছেলের মধ্যে দুই ছেলে অনিরুদ্ধ সান্যাল ও অসমঞ্জস সান্যাল ময়মনসিংহ শহরে বসবাস করতেছিলেন। অনিরুদ্ধ সান্যাল কৃষি ডিপ্লোমা পাশ করে তিনি ময়মনসিংহ কৃষি অফিসের চাকরিতে যোগ দিয়েছিলেন। দীর্ঘ চাকরি জীবনের শেষ লগ্নে তিনি সসম্মানে অবসর গ্রহণ করেন। অবসর গ্রহণের দুই-তিন বছরের মধ্যে তিনি মৃত্যুবরণ করেন। যোগেশচন্দ্র সান্যালের দুই মেয়ের মধ্যে এক মেয়ে বাগচী পরিবারে এবং ২য় মেয়ে ভাদুড়ী পরিবারে বিয়ে হয়। এই বাড়িটি ভারতের প্রখ্যাত অভিনেতা অমিতাভ বচ্চন তাঁর স্ত্রী অভিনেত্রী জয়া ভাদুড়ীর মামার গোষ্ঠী নামে পরিচিত।

সান্যাল ও ভাদূড়ী জমিদারের জ্ঞাতি গোষ্ঠীঃ

সান্যাল, মৈত্র, ভাদুড়ী, বাগচী ও লাহিড়ীরা বরেন্দ্রী ব্রাহ্মণ নামে পরিচিত। এই প্রত্যেকটা পদবীই আসলে গাঁয়ী পদবী। এর কোন আক্ষরিক অর্থ নেই; এর উৎস হচ্ছে আদতে একটা গ্রামের নাম। নওগাঁ জেলার বলিহার রাজবংশের ইতিহাসেই সান্যালকে উপাধি হিসেবে ধারন করার দৃষ্টান্ত আছে।

একসময়ে গৌরীপুর শহরে বসবাসকারী প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেমান্ত কুমার সান্যালের ছেলে অরুণ কুমার সান্যাল (শম্ভু) বলেন, ডৌহাখলা সান্যাল জমিদার বাড়ির বংশোধর তাদের আত্নীয় স্বজন। পূর্বধলায় রয়েছে তাদের আদি বাড়ি। গৌরীপুর উপজেলার উত্তরে পূর্বধলা উপজেলার অন্তর্গত বাঘবেড় জমিদার বাড়ির অবস্থান। বাঘবেড় গ্রামে ভাদুরী বাড়ির সাথে ছিল সান্যাল বাড়ি। বাঘবেড়ের শেষ জমিদার বংশের দুই ভাই সুধীর কুমার ভাদুড়ী ও তরুণ কুমার ভাদুড়ী। (প্রসঙ্গত, অমিতাভ বচ্চনের স্ত্রী অভিনেত্রী জয়া ভাদুড়ী হলেন বিখ্যাত সাংবাদিক ও সাহিত্যিক তরুণকুমার ভাদুড়ীর মেয়ে)। আর সান্যাল বাড়িতে ছিলেন গীতেশ চন্দ্র স্যানাল এবং তার এক মাত্র ছেলে কালীকুমার সান্যাল । কালীকুমার সান্যালের পাচঁ ছেলে ডাঃ ননিলী  সান্যাল, নরেন্দ্র চন্দ্র সান্যাল, নৃপেন্দ্র চন্দ্র সান্যাল  খীতেশ চন্দ্র সান্যাল, নগেন্দ্র চন্দ্র সান্যাল। ডাঃ ননিলী সান্যালের দুই ছেলে বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেমান্ত কুমার সান্যাল ও প্রফুল্ল কুমার সান্যাল এবং তাদের বোন নামকরা সংবাদপাঠিকা নীলিমা সান্যাল। বহুদিন দিল্লিতে ও আকাশবাণী রেডিওর সংবাদ পাঠিকা হিসেবে কাজ করেছেন। ১৯৬০-৭০ বা ৮০র দশকে আকাশবাণীর সংবাদ পাঠকদের মধ্যে কয়েকজনের নাম অনেকের মনে গেঁথে গিয়েছিল। দেশ বিদেশের সংবাদ পাঠকদের মধ্যে নীলিমা সান্যাল অন্যতম ছিলেন। মুক্তিযুদ্ধের সময়ে গণমাধ্যম হিসেবে রেডিওর ভূমিকা ছিল অবিস্মরণীয়। এমনকি গণঅভ্যুত্থানের ১৯৬৯ সালে ২৭ জানুয়ারি পুলিশের গুলিতে গৌরীপুর শহরের প্রাণকেন্দ্রে হারুন নিহত হওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আকাশবাণী বেতারকেন্দ্র থেকে খবর পাঠ করেন নীলিমা সান্যাল। (যেমন- ” আকাশবাণী –, খবর পড়ছি নীলিমা সান্যাল ।  আজকের বিশেষ বিশেষ খবর হল ……… ।”) নীলিমা সান্যালের জ্ঞাতিগোষ্ঠী ময়মনসিংহ, নেত্রকোণা ও গৌরীপুরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তার ভাই প্রফুল্ল কুমার সান্যাল ছিলেন শিলিগুড়িতে নর্থ বেঙ্গল স্ট্যাট ট্রান্সপোর্ট কর্পোরেশেনের চেয়ারম্যান।

১৯৪৭ সালের পর পূর্বধলা হতে গৌরীপুর রেল স্টেশনের কাছে সিংহ উপাধি বংশধরের বসবাসের তথ্য পাওয়া যায়। তারা ছিলেন পূর্বধলার জমিদার বংশধর। শম্ভু সান্যাল ও মিহির বাগচীর মামা ছিলেন মধু সিংহ। ডৌহাখলা জমিদার বাড়ির সঙ্গে তাদের একটা আত্মিক সম্পর্ক রয়েছে। এ তথ্য জানিয়েছে অরুণ কুমার সান্যাল (শম্ভু)। শম্ভু সান্যালের কথায়, অবিভক্ত বাংলার নেত্রকোণার পূর্বধলায় অভিনেত্রী জয়া ভাদুড়ীর বাবা তরুণ কুমার ভাদুড়ীর জন্ম। ১৯৪৭ সালে দেশভাগ হলে ব্রাহ্মণ পরিবারের সদস্যরা ধীরে ধীরে মাইগ্রেট করতে শুরু করে এবং পশ্চিম বাংলায় চলে আসে।  বিভিন্ন মিডিয়ায় বৃহত্তর ময়মনসিংহে জয়া ভাদুড়ীর মা ও বাবার বাাড়ীর গুঞ্জন শোনা যাচ্ছে। আজও নির্দ্বিধায় অনেকে স্বীকার করেন জয়া ভাদুড়ীর মামার জ্ঞাতিগোষ্ঠীর শেকড় গৌরীপুরের ডৌহাখলায়।

তথ্য সূত্রঃ (১) ময়মনসিংহের বারেন্দ্র ব্রাহ্মণ জমিদার – শ্রী শৌরীন্দ্রকিশোর রায় চৌধুরী (রামগোপালপুর এস্টেট এর জমিদার ও রাজা যোগেন্দ্র কিশোর রায় চৌধুরীর ৩য় পুত্র)  (২) ময়মনসিংহের ইতিহাস ও  ময়মনসিংহের বিবরণ – শ্রী কেদারনাথ মজুমদার (৩) ময়মনসিংহের জমিদারি ও ভূমিস্বত্ব – মো. হাফিজুর রহমান ভূঞা (৪) ব্রিটিশ ভূবিদ মেজর জেমস রেনেলের অংকিত কয়েকটি মানচিত্র (৫) সিরাজের পুত্র ও বংশধরদের সন্ধানে – ভারত উপমহাদেশের অন্যতম কৃতী ইতিহাসবিদ ও প্রফেসর ড. অমলেন্দু দে (৬) নেত্রকোণা জেলার ইতিহাস – আলী আহম্মদ খান আইয়োব (৭) উইকিপিডিয়ার উল্লেখিত শিরোনামগুলো থেকে (ক) গৌরীপুর উপজেলা – উইকিপিডিয়া (খ) কলকাতা – উইকিপিডিয়া (৮) বাংলাপিডিয়া (৯) ম্যাগাজিন: পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-২০২০, পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স-২০২১ ও ২০২২ (১০) ইতিহাস অনুসন্ধানী সংগঠন কর্তৃক প্রতিবেদন (এসিক এসোসিয়েশন, ক্রিয়েটিভ এসোসিয়েশন ও দি ইলেক্টোরাল কমিটি ফর পেন অ্যাওয়ার্ড অ্যাফেয়ার্স ) (১১) ময়মনসিংহ অঞ্চলের ঐতিহাসিক নিদর্শন – দরজি আবদুল ওয়াহাব (১২) ময়মনসিংহের রাজপরিবার – আবদুর রশীদ। (13) A Description Of The Roads In Bengal And Bahar and A General Map of the Roads in Bengal (14) The Rise of Islam and the Bengal Frontier, 1204-1760- Richard M. Eaton (15) The History of British India- James Mill (16) The history of two forts in Gouripur, Mymensingh ( An article published in the New Nation). (17) David Rumsey Historical Map Collection. (18) New York Historical Society.

দৈনিক নবচেতনার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন