২১শে ফেব্রুয়ারি মানেই বাংলা ভাষার জন্য শহীদদের স্মৃতির স্মরনে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন। এইদিনে বাংলাদেশর প্রায় সব ক’টা শিক্ষা প্রতিষ্ঠান এবং জেলা ও উপজেলা পর্যায়ে সকল শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ব্যাতিক্রম ভাবে এই দিবসটি উদযাপন করেছেন বগুড়া ধুনটের একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পিরহাটি গ্রামের পিরহাটি উচ্চ বিদ্যালয়ে কোন শহীদ মিনার না থাকায় শিক্ষার্থীরা বাঁশ, কাগজ ও কাঠের গুঁড়া দিয়ে তৈরি শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এ বিষয়ে পিরহাটি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোঃ শফিকুল ইসলাম শফি জানান, প্রতি বছরের ন্যায় এ বছর আমাদের স্কুলের শিক্ষার্থীরা মিলে বাঁশ ও কাগজ দিয়ে এই শহীদ মিনার তৈরি করেছেন । আমরা আমরা সেই বাঁশের তৈরি শহীদ মিনারেই পুষ্পস্তবক অর্পণ করেছি, কর্তৃপক্ষের নিকট আকুল আবেদন “আমাদের পিরহাটি উচ্চ বিদ্যালয়ে একটি শহীদ মিনার তৈরি করে দেয়া হয়”।
দশম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থী শ্রাবণ জানান, আমরা প্রতিবছর অনেক কষ্ট করে বাঁশ, কাঠ, কাগজ দিয়ে শহীদ মিনার তৈরি করি। আমরা এই স্কুলে একটি কংক্রিটের স্থায়ী শহীদ মিনার চাই, যেন আমাদের ছোট ভাই বোনদের আর কষ্ট করে ভ্রাম্যমান শহীদ মিনার তৈরি করতে না হয়।