ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেছেন, প্রতিবন্ধিরা এখন সমাজের বোঝা নয়। সরকারী ও বেসরকারী পর্যায়ে প্রশিক্ষন প্রদানের মাধ্যমে তারা নিজেদের কাজ এখন নিজেরাই করতে পারছেন। অটিজম শিক্ষার্থীদের জন্য সরকার ব্যাপক সুযোগ সৃষ্টি করেছে। স্কুল, কলেজসহ সব ক্ষেত্রে তাদের অগ্রাধীকার প্রদান করা হচ্ছে। মেয়র মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজে এক মুক্ত আলোচনা ও কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। ঝিনাইদহ জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। ন্যাশনাল একাডেমি ফর অটিজম এন্ড নিউরো ডেভলপমেন্টাল ডিজএ্যাবিলিটিজ এন.এ.এ.এন.ডি প্রকল্প মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ অনুষ্ঠানটির বাস্তবকায়ন করে। মেয়র হিজল বলেন, ঝিনাইদহ পৌরসভার পাশাপাশি জাহেদী ফাউন্ডেশন সমাজের অধিকার বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তিনি ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থায় পারদর্শী করে তোলার জন্য প্রতিটি ছাত্র/ছাত্রীকে ল্যাপটপ প্রদানের ঘোষনা দেন এবং যাতায়াতের জন্য দুইটি গাড়ির ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেন। মেয়র হিজল ঝিনাইদহ পৌর মডেল স্কুল এন্ড কলেজের একটি নতুন ভবন নির্মানেরও ঘোষনা দেন।