ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর ইউনিয়নে মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম হত্যা মামলার ৪ মাস পর মূল আসামী আবু তাহের মাঝি (৫১) ও তার স্ত্রী কুলছুম বেগম (৪২) কে গ্রেপ্তার করেছে শশীভূষন থানা পুলিশ। গত শুক্রবার র্যাবের সহায়তায় শশীভূষন থানায় দায়ের করা ওই হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই দীপঙ্কর দে ও সঙ্গীয় ফোর্সসহ ঢাকার যাত্রাবাড়ী থানার ১ নং গলি থেকে গ্রেফতার করেন শশীভূষণ থানা পুলিশ। গত শনিবার আসামীদেরকে আদালতে সোপর্দ করলে আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। উল্লেখ্য, গত ১৪ই অক্টোবর ২০২২ শুক্রবার সকাল ৮টায় নুরুল ইসলাম ও তার চাচা আবু তাহের মাঝির পরিবাররের মধ্যে মামলা মোকদ্দমা সংক্রান্ত পাওনা টাকার হিস্যা নিয়ে তর্কের জের ধরে আসামী আবু তাহের মাঝির পরিবারের সদস্যরা মসজিদের ইমাম মাওলানা নুরুল ইসলাম ও তার স্ত্রী মরিয়মকে কুপিয়ে গুরুতর জখম করে। স্বজনরা ওই দিনই গুরুতর আহত অবস্থায় স্বামী- স্ত্রী দুজনকে প্রথমে চরফ্যাশন হাসপাতাল পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। ওই দিন বিকালে বারিশালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এঘটনায় নিহতের স্ত্রী মরিয়ম বাদী হয়ে আবু তাহের মাঝির পরিবারের সদস্যদের আসামী করে শশীভূষণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শশীভূষণ থানার ওসি মো. মিজানুর রহমান পাটোয়ারী জানান, মামলা দায়েরর পর পরই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামী আবদুল মালেককে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হলেও অপর আসামীরা পলাতক থাকায় তাদের গ্রেপ্তার করা যায়নি। গত শুক্রবার র্যাবের সহায়তায় ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে।