সাতক্ষীরার সিমান্ত এলাকা থেকে বিজিবি বিভিন্ন সময়ে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে ভারতীয় ফেনসিডিল, বিভিন্ন প্রকার মদ, গাঁজা, হিরোইন, ইয়াবা, আনাগ্রা, ভায়াগ্রা, সেনেগ্রা, পাতার বিড়ি, তামাক পাতা ও তামাক গুড়া । গত সোমবার সকাল ১১ টায় সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) প্রাঙ্গণে এই মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে.ক.মো. আশরাফুল হক বলেন, বর্তমান সরকার মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় জেলার ৫৪ কিলোমিটার সিমান্ত এলাকা থেকে বিজিবির সদস্যরা গত ২০২১ সালের ০১ জুন থেকে চলতি ২০২৩ সালের ১৫ ফেব্রুয়ারী পর্যন্ত বিভিন্ন সময়ে আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করা হয়। যার মধ্যে ভারতীয় ফেনসিডিল ১১ হাজার ৭শ’৮৯ বোতল, বিভিন্ন প্রকার মদ ৫ হাজার ৭শ’৮১ বোতল, গাঁজা ২৪৩ কেজি, হিরোইন ২৪.৩১ গ্রাম, ইয়াবা ১৭ হাজার ৭শ’৮৬ পিচ, আনাগ্রা ট্যাবলেট ৩৫ হাজার ৪শ’৬৫ পিচ , ভায়াগ্রা ১৪৮ পিচ, সেনেগ্রা ৪৭ হাজার ৪শ’৩২ পিচ, পাতার বিড়ি ৩ লাখ ৮৭ হাজার প্যাকেট, তামাক পাতা ৩২৫ কেজি ও তামাক পাতার গুড়া ৩০৫ কেজি। মাদকদ্রব্য ধ্বংসকরণ কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিজিবির খুলনা সেক্টর কমান্ডার ক. মামুনূর রশীদ, সাতক্ষীরা ৩৩ বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন)মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. তাজুল ইসলাম, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট সার্কেলের রাজস্ব কর্মকর্তা মাসুদ রানা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।