র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অস্ত্রধারী অপরাধী, মাদক, ছিনতাইকারীসহ ডাকাতির বিরুদ্ধে ব্যপক অভিযান চালিয়ে আসছে। এরই ধারাবাহিকতায় ১৯ জানুয়ারি ২০২২ খ্রিঃ তারিখ র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন চুনকুটিয়া ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় একটি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ দস্যুতার প্রস্তুতিকালে ০২ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ মাসুম @ চুল্লু মাসুম (২৮) ও মোঃ জাহাঙ্গীর (৩৮) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২ টি ছোরা, ০১ টি লোহার পাইপ, ০১ টি হাতুড়ি, ০২ টি রশি, ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৭৫০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ দক্ষিণ কেরানীগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে দস্যুতা করে আসছিল। এছাড়া তারা ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময়ে যানবাহন থামিয়ে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই/ডাকাতি করে সেখান থেকে দ্রুত পালিয়ে যেত বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি দস্যুতার মামলা ও একটি মাদক মামলা রুজু করা হয়েছে।