গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাপমাড়া ইউনিয়নে সাহেবগঞ্জ বাগদাফার্ম এলাকা হতে ১৩ টি মহিষ সহ চোর আলতফকে ১২ ফেব্রুয়ারী রাত আনুমানিক ১ টার সময় ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়নের খাটিয়ামাড়ি চরের ভজনডাঙ্গা গ্রামের আব্দুর রহিমের বাড়ি থেকে মহিষ চুরি করে নিয়ে আসা হয়। চুরি হওয়া মহিষের পিছন ধাওয়া করে গোবিন্দগঞ্জ উপজেলার বাগদাফার্ম এলাকায় এসে মহিষ সনাত্ব করে পুলিশি সহায়তার চোর সহ আটক করা হয়। মহিষের মালিক আব্দুর রহিম জানায় ভোর বেলা ঘুমথেকে উঠে দেখী উঠানে মহিষ নাই তার আমরা মহিষের পায়ের ছাপ দেখতে দেখতে বাগদা ফার্মে এসে মহিষ গুলো দেখতে পাই তার পর পুলিশের সহায়তার এগুলো আটক করি। এ বিষয়ে ফুলছড়ি থানায় একটি অভিযোগ করা হয়েছে। স্থানীয় লোকজনের কাছ থেকে জানা যায়, ৪/৫ জন চোর মহিষগুলো দলবেঁধে নদী পাড় করে সাহেবগঞ্জ বাজারের মধ্যে দিয়ে নিয়ে গেলে তখন স্থানীয় লোকজনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় এর মধ্যই মহিষের মালিক চলে আসে ফলে চোর ও মহিষকে সনাত্ত করা সহজ হয়। এসময় উপস্থিত ছিলেন বি সার্কেল আবু লাইম মোঃ ইলিয়াস, ফুলছরি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাওসার আলী,ওসি তদন্ত আঃ আজিজ, এস আই আকতার,সামিদুল্যা সরকার,এ এস আই আশরাফুল ইসলাম।