গত সোমবার র্যাব-১০ এর একটি আভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জ থানাধীন ইকুরিয়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ০৩ কেজি গাঁজাসহ ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন মোঃ রাহাত (২৪), মোঃ রিয়াজ (২৫) ও মোঃ সোহাগ (২৪) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে মাদক বিক্রয়ের নগদ-৩,৪০০/- (তিন হাজার চারশত) টাকা জব্দ করা হয়। এছাড়া একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার হাজারীবাগ থানাধীন নিলাম্বর শাহ রোড এলাকায় অপর একটি অভিযান পরিচালনা করে ২২০ (দুইশত বিশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম রুনা (২৮) বলে জানা যায়। এসময় তার নিকট থেকে ০১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়াও একই তারিখ র্যাব-১০ এর অপর একটি আভিযানিক দল ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে ৫০ গ্রাম গাঁজা ও ৬৫ পুরিয়া হেরোইনসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম মোঃ সাগর @ রহমতউল্লাহ আলামিন (২৬) ও ২ মোঃ আঃ খালেক (৪২) বলে জানা যায়। এসময় তাদের নিকট থেকে ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ কেরাণীগঞ্জ ও হাজারীবাগসহ আশপাশের বিভিন্ন এলাকায় গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মাদক মামলা রুজু করা হয়েছে।