অগ্নিনির্বাপণ কাজে পানি ব্যবহারের জন্য চট্টগ্রাম ওয়াসা নগরীতে ১৯৪টি ‘ফায়ার হাইড্রেন্ট’ স্থাপন করেছে। কিন্তু এগুলো অগ্নিনির্বাপণে ফায়ার সার্ভিসের কোনো কাজে আসছে না। কারণ যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বসানো হয়নি। নির্মাণ ত্রুটি থাকায় ব্যবহার করা যাচ্ছে না। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ‘ফায়ার হাইড্রেন্ট’গুলোর মুখে পাইপ বসানোর সঠিক ব্যবস্থা স্থাপন করা হয়নি। ফলে পাইপের মাধ্যমে পানি নেওয়া যাচ্ছে না। ত্রুটির কারণে ফায়ার সার্ভিস এগুলো গ্রহণ করেনি। ফলে এসব ‘ফায়ার হাইড্রেন্ট’ কয়েক বছর আগে বসানো হলেও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ওয়াসা কোনো ‘ফায়ার হাইড্রেন্ট’ আমাদের বুঝিয়ে দেয়নি। এগুলো যথাযথ প্রক্রিয়ায় বসানো হয়নি। কীভাবে বসাতে হবে তা আমরা ওয়াসা কর্তৃপক্ষকে বলেছি। কিন্তু তারা কোনো উদ্যোগ নিচ্ছে না। এগুলো চালু করা গেলে পানির বিকল্প সোর্স আমাদের কাজে লাগত। ওয়াসা সূত্র জানায়, বিদেশি কনসালট্যান্টদের পরামর্শে ওয়াসার প্রকল্পের আওতায় নগরীতে এ পর্যন্ত ১৯৪টি ‘ফায়ার হাইড্রেন্ট’ স্থাপন করা হয়েছে। এগুলো বসানোর আগে ফায়ার সার্ভিস থেকে মতামত নেওয়া হয়েছে। এর মধ্যে ১২০টির মতো ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে বলে সূত্রটি দাবি করেছে। জানতে চাইলে ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম ইত্তেফাককে বলেন, অধিকাংশ ‘ফায়ার হাইড্রেন্ট’ ব্যবহারের জন্য ফায়ার সার্ভিসের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকিগুলো এখনো কমিশনিং না হওয়ায় হস্তান্তর করা হয়নি। এগুলো থেকে ব্যবহৃত পানির বিল নেওয়া হবে কিনা সিদ্ধান্ত হয়নি। এদিকে বিভিন্ন স্থানে ‘ফায়ার হাইড্রেন্ট’ চুরি হয়ে যাচ্ছে বলে জানা গেছে। দুই দিন আগে ওয়াসা কর্তৃপক্ষ স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নগরীর বিভিন্ন স্থানে ম্যানহোলের ঢাকনা ও ‘ফায়ার হাইড্রেন্ট’ চুরি হয়ে যাচ্ছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় ডায়েরি করা হয়েছে।