প্রতি বছর পৌষ মাঘ মাস এলেই যেন শীতের তীব্রতা বৃদ্ধি পায়।সব চেয়ে বেশি সমস্যার সম্মুখীন হতে হয় উত্তরাঞ্চলের নিম্ন আয়ের মানুষদের।শীত নিবারনের জন্য যতেষ্ট গরম কাপড় না থাকায় নিম্ন আয়ের এসব মানুষ ছুটে চলে ফুটপাতের দোকানগুলোতে। পুরাতন এসব গরম কাপর বিক্রি হচ্ছে ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত।
গাইবান্ধা জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর বাস ভবনের সামনে স্বাধীনতা প্রাঙ্গন চত্বরের দু’পাশে অস্থায়ী ভাবে বসা দোকান ঘুরে দেখা যায় ক্রেতা বিক্রেতার উপচে পরা ভীড়।
মার্কেটে ক্রয় করতে আসা বেশ কয়েকজন ক্রেতা জানান ফুটপাতে গরম কাপরের দাম সাধ্যের মধ্যে রয়েছে।ফলে তারা চাহিদা মত শীতবস্ত্র ক্রয় করতে পারছে।
শহরের মুন্সিপাড়ার বাসিন্দা ফুটপাতের শীত বস্ত্র ব্যবসায়ী রোমান মিয়া জানান, শীতের তীব্রতার কারনে বেচা বিক্রি অনেকটা বেড়েছে। দাম ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রয়েছে। কম দামে সব চেয়ে বেশি শীতবস্ত্র কিনছেন নিম্ন মধ্যবিত্ত গরীব অসহায় মানুষ।
তবে জেলা প্রশাসক কার্যালয় থেকে সরকারি ভাবে কি পরিমান শীতবস্ত্র শীতার্থ মানুষের মাঝে বিতরন করা হয়েছে এ রিপোর্ট লেখা পর্যন্ত জানা যায় নি।