বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে র্যাবের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলির খবর পাওয়া গেছে। এ ঘটনার পর ঘটনাস্থল থেকে এক নারীর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। আর র্যাবের এক সদস্যকে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি করা হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে।
তুমব্রুর কোনারপাড়া সীমান্তে সোমবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে বলে র্যাবের এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।
তিনি জানান, র্যাবের একটি দল মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় তাদের লক্ষ্য করে গুলি চালায় সন্ত্রাসীরা। পালটা গুলি করে র্যাব। গোলাগুলির পর এক নারীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। তবে তার পরিচয় জানা যায়নি। গুলিবিদ্ধ অবস্থায় কনস্টেবল সোহেল বড়ুয়াকে পাঠানো হয়েছে কক্সবাজার সদর হাসপাতালে। আহত র্যাব সদস্যকে রাত ১০টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তাকে চিকিত্সা দেওয়া হচ্ছে।