সাভারে শ্রমিক দেলোয়ার (১৯) হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ মূলহোতা সোহেলকে ঢাকা ডিএমপি’র হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করেছে র্যাব-৪। গ্রেফতারকৃত আসামি সোহেল (২০) নোয়াখালির মাইজদি থানাধীন বান্দেরহাট গ্রামের আব্দুল হালিমের ছেলে। আজ সোমবার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪ সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। গণমাধ্যমকে তিনি জানান, রোববার রাতে ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান চালিয়ে সাভারের চাঞ্চল্যকর ও ক্লুলেস দেলোয়ার (১৯) হত্যাকান্ডের রহস্য উদঘাটনসহ হত্যাকাণ্ডের মূলহোতা সোহেলকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরও বলেন, ভিকটিম পেশায় একজন ভ্যান চালক। অভিযোগের ভিত্তিতে মেজর জালিস মাহমুদ খান বলেন, পরবর্তীতে র্যাব-৪ সিপিসি-২ এর একটি আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় ডিএমপির হাজারীবাগ এলাকায় অভিযান পরিচালনা করে দেলোয়ার এর হত্যাকান্ডের মূলহোতা সোহেলকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পূর্ব শত্রুতা ও নারী ঘটিত কারণে ভিকটিমকে হত্যা করার পরিকল্পনা করে সে। সেই পরিকল্পনা অনুযায়ী গত ৩১ অক্টোবর ২০২৪ তারিখে দেলোয়ার-কে তার বাসা হতে ডেকে নিয়ে সাভার মডেল থানার ঝাউচর উত্তরপাড়া স্বপন এর কেমিক্যাল দোকানের পূর্ব পাশে বালুর মাঠে ফাঁকা জায়গায় দেলোয়ার এর শরীরের বিভিন্ন স্থানে চাকু মারে ও এক পর্যায়ে চাকু দিয়ে ভিকটিমের গলায় পোচ দিয়ে মৃত্যু নিশ্চিত করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।