নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রাস্তায় গ্যাসের মেইন লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে ৭ জন অগ্নিদগ্ধ হয়েছেন। গত সোমবার রাত ১১টার দিকে সোনারগাঁয়ের কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে এ ঘটনাটি ঘটে। দগ্ধরা হলো, মো: মিজান (৩৫), মো: জাহাঙ্গীর আলম (৪৫), মো: রিপন (৩৮), মো: সুলতান (২৩), মো: শাহজালাল (৪৫), মো: জয় (২০) ও রাজু (২৪)। তারা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান এ তথ্যটি নিশ্চিত করেছেন। মো: রুবেল নামে স্থানীয় এক বাসিন্দা জানান, সোমবার রাতে কাঁচপুরের সোনাপুর লাভলী সিনেমা হলের সামনে রাস্তা খুঁড়ে এই শ্রমিকরা কাজ করছিল। এসময় একটি গ্যাস লাইন ঝালাই করতে গেলে বিস্ফারণের ঘটনা ঘটে। এতে সাত জন দগ্ধ হন। জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মিজানের শরীরের ১৯ শতাংশ, জাহাঙ্গীর আলমের ১০ শতাংশ, রিপনের ৯ শতাংশ, সুলতানের ২০ শতাংশ, শাহজালালের ৭ শতাংশ, জয়ের শরীরের ২২ শতাংশ ও রাজুর শরীরের ২ শতাংশ দগ্ধ হয়েছে। ইতোমধ্যে আমরা দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দিয়েছি। বাকিদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে পর্যবেক্ষণে রেখেছি। তাদের মধ্যে মো: জয়ের অবস্থা আশঙ্কাজনক। কাঁচপুর ফায়ার স্টেশনের জেষ্ঠ স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, এই শ্রমিকরা তিতাস গ্যাসের একটি মূল সংযোগে আরেকটি সাব সংযোগ ঝালাইয়ের কাজ করার সময় বিস্ফোরণ ঘটে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন (টিএন্ডডি) সোনারগাঁ জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সিদ্দিকুর রহমান বলেন, বৈধ গ্যাস সংযোগের কোনো মেরামত বা কাজ করতে হলে আমাদের অবগত করে কাজ করতে হয়। এটা পরিষ্কার যে কেউ অবৈধ সংযোগের কাজ করাচ্ছিলেন, তখন বিস্ফোরণ হয়। বিস্ফোরণের খবর পেয়ে সকালে আমাদের একটি টিম সেখানে গিয়েছিল কিন্তু ব্যস্ত সড়ক থাকার কারণে আমাদের মূল সংযোগটি কি অবস্থায় আছে তা নিরীক্ষণ করে দেখা যায়নি। আমরা এ বিষয়ে কাজ করছি।