জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় তালাক দেওয়ার কথা জানতে পেরে স্বামীর বাড়ি এসে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
রোববার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার সোনামুখী ইউনিয়নের কাঁঠালবাড়ি গ্রামে তালাকপ্রাপ্ত স্বামীর বাড়ির মুরগির শেড থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় থানায় আত্মহত্যার প্ররোচনার মামলা করা হয়েছে। নিহত গৃহবধূর মা মাহমুদা বেওয়া বাদী হয়ে মামলাটি করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ওই গৃহবধূর নাম মারুফা আকতার (৩২)। তিনি নাটোরের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করতেন। তার বাবার বাড়ি জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা এবং আরকেএম দাখিল মাদরাসার শিক্ষক রুহুল আমিনের প্রথম স্ত্রী মারা যান। এরপর রুহুল আমিন চার মাসে আগে মারুফা আকতারকে বিয়ে করেন। মারুফা আকতারের আগের পক্ষের সংসারের ১১ বছরের একটি ছেলেসন্তান রয়েছে।
মারুফা নাটোরের একটি বেসরকারি সংস্থায় (এনজিও) চাকরি করেন। তিনি প্রতি সপ্তাহে স্বামীর বাড়িতে আসতেন। তবে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এর জেরে রুহুল আমিন চার দিন আগে তার স্ত্রী মারুফাকে তালাক দেন। এ ঘটনাটি জানতে পেরে শনিবার কর্মস্থল নাটোর থেকে কাঁঠালবাড়ি গ্রামে তার স্বামীর বাড়িতে আসেন।
এদিকে মারুফা আসার কথা জেনে রুহুল আমিন তার ঘরে তালা দিয়ে পালিয়ে যান। রুহুলের বড় ভাই শহিদুল ইসলাম তার বাড়িতে মারুফাকে নিয়ে যান। সেখানেই মারুফা রাত যাপন করেন। শহিদুল ভোরে ফজরের নামাজ আদায় করতে যান। এ ফাঁকে মারুফা সেখান থেকে স্বামীর বাড়িতে চলে আসেন। স্বামীর ঘরের দরজার তালা দেখে মুরগির শেডের জানালার নেট কেটে ভেতরে প্রবেশ করেন।
রোববার সকাল ৭টার দিকে ওই পথ দিয়ে যাওয়ার সময় গ্রামের লোকজন শেডের ভেতরে মারুফার ঝুলন্ত মরদেহ দেখতে পান। তারা ঘটনাটি থানা পুলিশকে জানান। পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহত গৃহবধূ মারুফার মা মাহমুদা বেওয়া বলেন, চার মাস আগে আমার মেয়েকে বিয়ে দিয়েছি। বিয়ের পর থেকেই জামাই শুধু টাকা চায়। আমার মেয়েকে জামাই এটা কী করল?
কাঁঠালবাড়ি গ্রামের বাসিন্দা আল-জাজির হোসেন বলেন, রুহুল আমিন আরকেএম দাখিল মাদরাসার শিক্ষক। চার দিন আগে তিনি আদালতের মাধ্যমে তার দ্বিতীয় স্ত্রীকে তালাক দিয়েছেন বলে আমরা জেনেছি। এ ঘটনা জানার পর তার দ্বিতীয় স্ত্রী মারুফা আকতার শনিবার বিকেলে স্বামী বাড়িতে আসেন। আজ সকালে মারুফার ঝুলন্ত মরদেহ পাওয়া যায় তার স্বামীর মুরগির শেডে।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছি। এটি আত্মহত্যা বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মারুফার মা বাদী হয়ে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছেন।