মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত দখল করে অবৈধভাবে দোকানপাট বসানোর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। দোকানপাটের কারণে শিক্ষার্থীসহ পথচারী ও যাত্রীদের বিড়ম্বনা পোহাতে হতে হচ্ছে। বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ফুটপাত থেকে এসব অবৈধ দোকানপাট সরানোর দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে মোবাইল ফোনে মানিকগঞ্জ পৌরসভার প্রশাসক সানজিদা জেসমীন বলেন, মাঝেমধ্যেই মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় ফুটপাত থেকে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। কয়েক দিনের মধ্যেই আবার ফুটপাত দখল করে বসে ছিন্নমূল ব্যবসায়ীরা। ফুটপাত দখলমুক্ত রাখতে আবারও উচ্ছেদ অভিযান চালানো হবে।