বহুল কাঙ্ক্ষিত স্বপ্নের পদ্মাসেতুর উদ্বোধনের প্রস্তুতি ও জনসভার স্থান নির্ধারণ করতে মাদারীপুরের কাঁঠালবাড়ী পরিদর্শন করতে যাচ্ছে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল। বিশাল জনসভাটি কাঁঠালবাড়ী প্রান্তের (জাজিরা-মাদারীপুর অংশে) যেকোনো অংশে অনুষ্ঠিত হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগের দলীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র বলছে, পদ্মাসেতু উদ্বোধনের প্রস্তুতি ও এদিন জনসভার স্থান নির্ধারণের জন্য আগামীকাল বৃহস্পতিবার (২ জুন) সকাল ৭টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে দলটির একটি প্রতিনিধিদল পদ্মাসেতুর কাঁঠালবাড়ী অংশের উদ্দেশে রওনা দেবে।
আওয়ামী লীগের প্রতিনিধিদলের সদস্যরা হলেন- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, জাতীয় সংসদের চিফ হুইপ নূরে আলম চৌধুরী লিটন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল, মির্জ আজম এমপি, অ্যাডভোকেট আফজাল হোসেন, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম এমপি, কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু এমপিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।
আওয়ামী লীগ সূত্র জানায়, চলতি মাসের ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন কাঁঠালবাড়ী প্রান্তে (জাজিরা-মাদারীপুর অংশে) আওয়ামী লীগের জনসভা হবে। এ জনসভায় শরীয়তপুর, মাদারীপুর ছাড়াও পাশ্ববর্তী জেলার নেতাকর্মীরা আসবে। এ জনসভা সফল করতে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা ও সমাবেশ স্থল নির্ধারণ করবেন আওয়ামী লীগ নেতারা।
এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম বলেন, ২৫ জুন পদ্মাসেতু উদ্বোধন হবে। এদিন কাঁঠালবাড়ী অংশে জনসভাও করা হবে। এ জনসভার আশেপাশের বিভাগ ও জেলার নেতাকর্মীরা আসবেন। এ জনসভা সফল করতে পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে আওয়ামী লীগের নেতারা কাঁঠালবাড়ীর অংশে পরিদর্শনে যাবেন। কোথায় জনসভা হবে, কেমন জনসভা হবে, জনসভা সফল করতে কি করতে হবে সে বিষয়গুলো মাথায় রেখে স্থানীয় নেতাকর্মীদের বিভিন্ন দিকনির্দেশনা দেবে আওয়ামী লীগের প্রতিনিধিদল।