ওয়ানডে সিরিজ জেতার পর আফগানিস্তানের বিপক্ষে এবার টি-২০ সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ দল। সিরিজের প্রথম ম্যাচে আগে ব্যাট করে লড়াকু সংগ্রহ করেছে টাইগাররা। জবাবে ব্যাট করতে নেমে নাসুমের কাছে ধরাশয়ী হলো তিন আফগান ব্যাটার।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আফগানিস্তানের সংগ্রহ ৩.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯ রান।
বৃহস্পতিবার মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে ১৫৫ রান সংগ্রহ করেছে টাইগাররা
জবাবে ব্যাট করতে নেমে নাসুমের কাছে পরাস্থ হলো তিন আফগান ব্যাটার।
প্রথম ওভারে বোলিংয়ে নাসুম। দ্বিতীয় বলে ক্যাচ তুলেছিলেন হজরতউল্লাহ জাজাই, কিন্তু পেছনে দৌড়ে গিয়েও বলটা হাতের নাগালে পাননি বোলার নাসুম, হলো এক রান। তবে এক বল পরই উইকেটের আনন্দে মেতে উঠলেন বাংলাদেশি স্পিনার। পেছনে সরে মারতে গিয়ে কাভারে ইয়াসির আলীর হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন গুরবাজ। তৃতীয় ওয়ানডেতে শতক হাঁকানো গুরবাজ এবার ফিরলেন কোনো রান না করেই।
এরপর তৃতীয় ওভারে এসে প্রথম তিন বলের ব্যবধানে ফেরালেন হজরতুল্লাহ জাজাই ও অভিষিক্ত দারউইশ রাসুলিকে।