মাউন্ট মঙ্গানুইতে অ্যাশওয়েল প্রিন্সের অধীনে বাংলাদেশ জিতেছিল দারুণ এক টেস্ট, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ব্যাটাররা। এর মধ্যে বিসিবি ব্যাটিং পরামর্শক হিসেবে নিয়ে আসে জেমি সিডন্সকে।
অবশ্য বলা হচ্ছিল, ব্যাটিং কোচ থাকবেন অ্যাশওয়েল প্রিন্সই। এমতাবস্থায় আফগানিস্তান সিরিজের ঠিক আগমুহূর্তে পদত্যাগ করেছে দক্ষিণ আফ্রিকান এই কোচ।
বুধবার দক্ষিণ আফ্রিকার ওয়েবসাইট ইনডিপেন্ডেন্ট অনলাইনের (আইওএল) জানায়, বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের সফরে তিনি থাকছেন না তিনি।
প্রতিবেদনে বলা হয়েছে, পরিবারকে সময় দিতে দায়িত্ব ছেড়েছেন প্রিন্স। এ বিষয়ে ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমরা তার (প্রিন্স) পদত্যাগের মেইল পেয়েছি। কারণটা পারিবারিক।
তবে তার পদত্যাগ নিয়ে এখনি কোনো মন্তব্য করতে চায় না বোর্ড। আলোচনার পর নিজেদের সিদ্ধান্ত জানাবে বিসিবি।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, তার কাছ থেকে ইমেইল পেয়েছি। এখনও কোনো সিদ্ধান্ত নেইনি। বোর্ডের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবো।
ঘরের মাঠে পাকিস্তান সিরিজের পর ছুটিতে নিজ দেশ দক্ষিণ আফ্রিকায় যান প্রিন্স। আসন্ন আফগানিস্তান সিরিজ সামনে রেখে ১৮ বা ১৯ ফেব্রুয়ারি ফেরার কথা ছিল তার। প্রিন্সের সঙ্গে চুক্তি ছিল আসন্ন অস্ট্রেলিয়া টি-২০ বিশ্বকাপ পর্যন্ত।
জেমি সিন্ডন্স বিসিবির ব্যাটিং পরামর্শক হয়ে আসার পর আলোচনা চলছিল প্রিন্সের ভবিষ্যৎ নিয়ে। গত বছরের জুলাইয়ে বাংলাদেশ দলের দায়িত্ব পান তিনি। আগামী অক্টোবর-নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তি ছিল তার।
কিন্তু হঠাৎ করেই চুক্তি শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন প্রিন্স। এ বিষয়ে অবশ্য আইওএল জানিয়েছে, পরিবারকে আরও সময় দিতে পদত্যাগ করেছেন দক্ষিণ আফ্রিকার হয়ে ৬৬ টেস্ট, ৫২ ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি খেলা সাবেক এই ক্রিকেটার।