আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়েই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যলায়ে জেলহত্যা দিবসের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। কেন্দ্রীয় আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।
বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, উচ্চ আদালতের রায়ের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার জাদুঘরে চলে গেছে। আর আসার সম্ভাবনা নেই। সংবিধান অনুযায়ী যথাসময়েই নির্বাচন হবে।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর পর জাতীয় চার নেতাকে হত্যার পর দেশে সাম্প্রদায়িকতার বীজ ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এ উগ্র সাম্প্রদায়িকতার মূলোৎপাটন করাই এখনকার চ্যালেঞ্জ। সব গণতান্ত্রিক, দেশপ্রেমিক ও অসাম্প্রদায়িক শক্তিকে এক হয়ে উগ্র সাম্প্রদায়িক অপশক্তির মূলোৎপাটন করতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা দেশের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইবে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের কঠোর হাতে দমন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক, শাজাহান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দীপু মনি, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রমুখ।