করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যে মেডিক্যাল কলেজের এমবিবিএস কোর্সে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ এপ্রিল) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত দেশের ৫৫ কেন্দ্রে পরীক্ষা হয়।
১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নের পরীক্ষায় ১ লাখ ২২ হাজার ৮৭৪ জন পরীক্ষার্থী ছিলেন। করোনা সংক্রমণরোধে প্রতিটি কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশে কড়াকড়ি আরোপ করে কর্তৃপক্ষ। কেন্দ্রে প্রবেশের কড়াকড়ি থাকলেও বাইরে দেখা গেছে ভিন্নচিত্র। বহু সংখ্যক মানুষকে একত্রে ভিড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, টিচার্স ট্রেনিং কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ কেন্দ্রের সামনে নির্দিষ্ট সময়ের পূর্বে শিক্ষার্থীরা উপস্থিত হন। নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরু হওয়ার দুই ঘণ্টা পূর্বে তারা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করেন।
কেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের তাপমাত্রা পরিমাপ ও হাতে স্যানিটাইজার দেওয়া হয়। কিন্তু বাইরে পরীক্ষার্থীর অভিভাবকরা গাদাগাদি করে দাঁড়িয়ে থাকেন। তাদের অনেকে মুখে মাস্ক দেখা যায়নি। মানা হয়নি সামাজিক দূরত্ব।